Haj 2021: ভারতীয় হজযাত্রীকে কোভিডের টিকা নিতেই হবে, জানালো হজ কমিটি

কোভিড টিকার দুটি ডোজ না নিলে কোনও ভারতীয় মুসলিম এবার হজে (Haj 2021) যাওয়ার অনুমতি পাবেন না।

হজ (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৬ এপ্রিল: কোভিড টিকার দুটি ডোজ না নিলে কোনও ভারতীয় মুসলিম এবার হজে (Haj 2021) যাওয়ার অনুমতি পাবেন না। জানিয়ে দিল দেশের হজ কমিটি। হজ কমিটির প্রধান মাসুদ আহমেদ খান এদিন বলেন, জেদ্দার ভারতীয় দূতাবাস ও সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রকের তরফে নির্দেশিকা আসার পর বৃহস্পতিবার এই ঘোষণা করেন মাসুদ আহমেদ খান। তাঁর পরামর্শ, এবার যাঁরা হজে যাওয়ার জন্য আবেদন করেছেন, তাঁরা নিজেরাই করোনা টিকার প্রথম ডোজটি এখনই নিয়ে নিন। হজযাত্রা আগেভাগে তাহলে দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে যাবে। এদিন মাসুদ খান স্পষ্ট করে দেন যে, চলতি বছরের হজযাত্রা নিয়ে সৌদি আরব কর্তৃপক্ষের কাছ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি বিজ্ঞপ্তি আসেনি। আরও পড়ুন-Coronavirus Second Wave: ২.১৭ লাখ দৈনিক সংক্রামিত, করোনার গ্রাসে ভারত

সবটাই তাঁদের অনুমোদনের উপরে নির্ভর করছে। যদি চলতি বছরে বিভিন্ন দেশের হজযাত্রীদের সৌদি আরবে প্রবেশের অনুমতি মেলে তাহলে ভারত থেকে জেদ্দা যাওয়ার ফ্লাইট শুরু হবে জুনের মাঝামাঝি সময়ে। আগামী ১৭ জুলাইতে এবারের হজ। মুসলিমদের সবথেকে গুরুত্বপূর্ণ পুণ্যভূমি মক্কা। গত বছরে করোনাজনিত লকডাউনের জেরে ভারতীয় মুসলিমরা প্রথমবার হজে যেতে পারেননি। এবারও করোনা পরিস্থিতি। ভারতে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। শুধু তাই নয়, এবারকার মহামারীর প্রকোপ যেন মৃত্যুর নিঃশব্দ হাতছানি।