Haryana: স্ত্রী এবং দুই সন্তানকে খুন করে আত্মঘাতী স্বামী

মহিলা এবং দুই ছেলে মেয়ের গলায়, হাতে ফাঁস দেওয়ার দাগ স্পষ্ট।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

ঝাজর, ১০ এপ্রিলঃ স্ত্রী এবং দুই সন্তানকে খুন করে নিজে আত্মঘাতী হলেন স্বামী। হরিয়ানার ঝাজরের একসঙ্গে পরিবারের চার সদস্যের অস্বাভাবিক মৃত্যু। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পরিবারের চার সদস্যের এমন রহস্য মৃত্যু দেখে পুলিশ অনুমান করছে, ব্যক্তিটি একে একে তাঁর স্ত্রী, মেয়ে এবং ছেলেকে শ্বাসরোধ করে খুন করে নিজে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছেন। মহিলা এবং দুই ছেলে মেয়ের গলায়, হাতে ফাঁস দেওয়ার দাগ স্পষ্ট।

পুলিশ সূত্রে খবর, কারখানায় কাজ করতেন ওই ব্যক্তি। মেয়ে পড়তেন ক্লাস ১১ এবং ছেলে ক্লাস ৯। ঘটনার দিন রাত ৮ টা নাগাদ পুলিশের কাছে ফোন কাছে এক বাড়ি থেকে চার জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। চার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠায়।



@endif