Nayab Singh Saini: যমুনা অ্যাকশন প্ল্যানের জন্য কেন্দ্রের দেওয়া ৬ হাজার কোটি টাকা কী করেছে আপ সরকার? প্রশ্ন হরিয়ানার মুখ্যমন্ত্রীর
রবিবার যমুনা দূষণের জন্য হরিয়ানা সরকারের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি। রাজ্য সরকারের অভিযোগ, প্রতিদিন কমপক্ষে ১৬৫ মিলিয়ন গ্যালন দূষিত জল হরিয়ানা সরকার যমুনাতে ছাড়ছে।
রবিবার যমুনা দূষণের জন্য হরিয়ানা সরকারের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি (Delhi CM Atishi)। রাজ্য সরকারের অভিযোগ, প্রতিদিন কমপক্ষে ১৬৫ মিলিয়ন গ্যালন দূষিত জল হরিয়ানা সরকার যমুনাতে ছাড়ছে। যে কারণে বিষাক্ত হয়ে উঠছে যমুনা নদীর জল। তবে এই অভিযোগকে কার্যত ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী (Haryana CM Nayab Singh Saini)। তাঁর দাবি, দিল্লি সরকার শুধু মিথ্যা অভিযোগ ও অন্যদের ওপর দোষ চাপাতেই ব্যস্ত। নিজেদের ভুল না দেখে অন্যদের ভুল খোঁজা আপ সরকারের কাজ হয়ে গিয়েছে। হরিয়ানা থেকে দিল্লিতে যে জল যায়, সেখানে বিওডি-এর মাত্রা ২-৩ এমজি প্রতিলিটার থাকে। সিএলসি ক্যানেলের মাধ্যমে এখন শূন্য বিওডি-র জল যাচ্ছে। কিন্তু দিল্লি সরকার কি এই প্রশ্নের উত্তর দিতে পারবে যে ২৮টি ড্রেনের মাধ্যমে প্রতিদিন দিল্লি থেকে যে দূষিত জল যমুনা পড়ছে, তার দায় কার?
এদিন যমুনা অ্যাকশন প্ল্যানের দুর্নীতি নিয়ে সাইনি পাল্টা অভিযোগ ঠেলে দেয় দিল্লি সরকারের বিরুদ্ধে। সাইনির মতে, কেন্দ্র সরকার ইতিমধ্যেই আপ সরকারকে ৬ হাজার কোটি টাকা যমুনা অ্যাকশন প্ল্যানের জন্য দিয়েছে। যার মধ্যে বিগত ২ বছরে ৩ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। এই টাকা দিয়ে দিল্লি সরকার কী করেছে, তার হিসেব দিতে পারবে? আম আদমি পার্টি ক্ষমতায় আসার আগে দিল্লির মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল যে যমুবনাকে সংস্কার করবে, সেই প্রতিশ্রুতির কী হল? এরা নিজেদের শীশ মহল বানাতে এবং অন্যদের ওপর দোষারোপ করতেই ব্যস্ত রয়েছেন।