Sardar Vallabhbhai Patel: সর্দার বল্লভভাই প্যাটেল প্রথম প্রধানমন্ত্রী হলে সমস্যা কমত, দাবি শাহের
সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলে অনেক সমস্যা তৈরি হত না। সোমবার ৩১ অক্টোবর দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলের ১৪৭তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন অমিত শাহ।
নয়াদিল্লি: সর্দার বল্লভভাই প্যাটেল (Sardar Vallabhbhai Patel ) ভারতের প্রথম প্রধানমন্ত্রী (India’s First PM) হলে অনেক সমস্যা তৈরি হত না। সোমবার ৩১ অক্টোবর দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) বল্লভভাই প্যাটেলের ১৪৭তম জন্মদিন (Birth Anniversary) উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন অমিত শাহ (Amit Shah)।
দিল্লির সর্দার প্যাটেল বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "যে মানুষকে তাঁর মৃত্যুর অনেক বছর পরেও মনে রাখা হয় তাঁকে মহান বলে। সর্দার তাই ছিলেন। দেশের জনগণের মধ্যে এটা অনেকেই মনে করেন যে যদি সর্দার প্যাটেল ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন। তাহলে দেশকে আজ যে সমস্ত সমস্যার (Problems) মুখোমুখি হতে হচ্ছে তা হত না।"
সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীনতার পর রাজাদের হাতে থাকা ৫০০টি রাজ্যকে যেভাবে একত্রিত করে ভারতের অন্তর্গত করেছিলেন সোমবার তার ভূয়সী প্রশংসা করেন অমিত শাহ। বলেন,"সর্দার প্যাটেল শুধু স্বপ্নই দেখতেন না তিনি নিজের স্বপ্ন বা লক্ষ্যকে পূরণ করার জন্য কঠিন পরিশ্রমও করতেন। তিনি একজন কর্মযোগী ছিলেন। দেশের সমবায় আন্দোলনও শুরু হয়েছিল দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে। আমূল সমবায় মডেল তৈরির পিছনেও অনুপ্রেরণা ছিল সর্দারের। তিনি যদি না থাকতেন তাহলে আজকে ভারতের মানচিত্র যা আছে তাও থাকত না। তিনিই লাক্ষাদ্বীপ, যোধপুর, জুনাগড়, হায়দরাবাদ ও কাশ্মীরকে এক করেছিলেন। শুধু তাই নয়, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে সবথেকে বেশি ভোট পেলেও প্রধানমন্ত্রীর আসনে না বসে আত্মত্যাগের নজির গড়েছিলেন।"