Gujarat Shocker: মাস্ক না পরায় শাস্তি, বছরভর কনস্টেবলের ধর্ষণের শিকার গৃহবধূ
মাস্ক ছাড়া রাস্তায় বেরনোর মাশুল দিতে হল তরুণীকে৷ এহেন অপরাধের জন্য তাঁকে ধর্ষণ করল পুলিশ কনস্টেবল৷ এই অভিযোগে সরগরম গুজরাটের (Gujarat) সুরাট৷ ইতিমধ্যেই ধর্ষক কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে৷
সুরাট, ১৭ জুন: মাস্ক ছাড়া রাস্তায় বেরনোর মাশুল দিতে হল তরুণীকে৷ এহেন অপরাধের জন্য তাঁকে ধর্ষণ করল পুলিশ কনস্টেবল৷ এই অভিযোগে সরগরম গুজরাটের (Gujarat) সুরাট৷ ইতিমধ্যেই ধর্ষক কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে৷ নির্যাতিতার অভিযোগ, মাস্ক না পরে দুধ কিনতে বেরিয়েছিলেন তিনি৷ পালসানা এলাকায় ওই কনস্টেবলে তাঁকে অপহরণ করে গাড়িতে তোলে৷ এরপর বেশ কয়েক মাস বহুবার তাঁকে ধর্ষণ করেছে ওই কনস্টেবল৷ অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ৷তার নাম নরেশ কাপাডিয়া৷ গত বছর লকডাউনের সময় ঘটনাটি ঘটে৷ থানায় নিয়ে যাওয়ার পরিবর্তে নাভসারি রোডের এক জায়গায় গিয়ে তরুণীর উপরে নারকীয় অত্যাচার চালায়৷ এমনকী মারধরও, করে৷ নির্যাতিতার ছবি তুলে ব্ল্যাকমেলও করত৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: ৭১ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ রোগীর সংখ্যা, দেশে ফের বাড়ল সংক্রমণ
সেই সময় পালসানা থানায় পোস্টিং ছিল নরেশ কাপাডিয়ার৷ চলতি বছরের জানুয়ারিতে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়৷ সেখানে দেখা গিয়েছিল অভিযোগকারিণীর সঙ্গে মারামারি করছে নরেশ৷ ততদিনে অভিযুক্ত উমরপাদা থানায় বদলি হয়ে গেছে৷ এদিকে নরেশ কাপাডিয়ার স্ত্রী উল্টে নির্যাতিতা ও তাঁর স্বামীর বিরুদ্ধে বরদৌলি থানায় অভিযোগ জানিয়েছে৷ তার দাবি, স্বামীর সম্পর্কে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছে৷ এই অভিযোগের ভিত্তিতে তপশিলি জাতি ও উপজাতি আইনে মামলা রুজু৷ এই ঘটনারও তদন্ত শুরু করেছে পুলিশ৷