Man Files FIR Against Himself : পথ কুকুরকে বাঁচাতে গিয়ে স্ত্রীর মৃত্যু, নিজের বিরুদ্ধে এফআইআর দায়ের গুজরাটের শিক্ষকের

স্ত্রীর মৃত্যুতে গুজরাটের ৫৫ বছর বয়সী শিক্ষক নিজের বিরুদ্ধে এফআইআর দায়ের করার পদক্ষেপ নিয়েছেন।

প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

গুজরাটের নর্মদা জেলার (Narmada District) এক ৫৫ বছর বয়সী শিক্ষক নিজের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার পদক্ষেপ নিয়েছেন। রবিবার পরেশ দোশি ও তাঁর স্ত্রী (Wife) অমিতা আম্বাজি মন্দির থেকে ফেরার সময় পথ দুর্ঘটনার কবলে পড়েন। তাঁদের গাড়ির সামনে হঠাৎ একটি কুকুর (Stray Dog) এসে পড়ে, তিনি বিষয়টি সামলে নিতে যথাসাধ্য চেষ্টা করলেও তাঁর স্ত্রী গুরুতর জখম হন। স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: Fake ED Arrest : ইডি অফিসার সেজে ব্যবসায়ীকে লুঠের অভিযোগ, গ্রেফতার ৫

ঘটনাটি ঘটেছে খেরোজ-খেদব্রহ্মা মহাসড়কে সবরকাঁথার দান মাহুদি গ্রামের কাছে। স্ব-দায়িত্বমূলক বিবৃতিতে দোশি ব্যাখ্যা করেছে, কুকুরটিকে এড়াতে তিনি গাড়িটি ঘুরিয়ে দিয়েছিলেন, যার ফলে রাস্তার পাশে ব্যারিকেডগুলির সঙ্গে ধাক্কা লাগে। একটি ব্যারিকেড গাড়ির জানালা ভেদ করে যাওয়ায় অমিতার আঘাত লাগে।

শিক্ষকটি তাঁর অসতর্ক এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে স্ত্রীর মৃত্যুর জন্য নিজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।