Groom Dies of Heatstroke: বিয়ের কয়েক ঘণ্টা আগে সানস্ট্রোক প্রাণ কাড়ল হবু বরের

গ্রীষ্মের কড়া তাপপ্রবাহ মাথায় নিয়ে বিবাহের জন্যে নিমন্ত্রণ পত্র বিতরণ করছিলেন যুবক। সানস্ট্রোক আক্রান্ত হয়ে অসুস্থ হলে পরিবার তাকে ভর্তি করান হাসপাতালে।

Representational Image (Photo Credits: PTI)

হায়দরাবাদ, ১৬ জুনঃ বিয়ের কয়েক ঘণ্টা আগেই মৃত্যু হল হবু বরের। হায়দরাবাদের কুমুরাম ভীম আশিফাবাদ এলাকায় ঘটে গেল এক চরম অঘটন। সাতপাকে বাঁধা পড়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৩২ বছরের যুবক। বুধবার বিয়ে। আর মঙ্গলবার অবধি চলেছে বিয়ের নিমন্ত্রণ পত্রের বিতরণ। মঙ্গলবার নিমন্ত্রণ বিলি করার সময়ে হবু বর গুন্ডলা তিরুপতি হঠাৎই অসুস্থ বোধ করেন।

আরও পড়ুনঃ অস্ত্রোপচারের পর রোগীর দেহের মধ্যেই রয়ে গেল কাঁচি

গ্রীষ্মের কড়া তাপপ্রবাহ মাথায় নিয়ে বিবাহের জন্যে নিমন্ত্রণ পত্র বিতরণ করছিলেন তিনি। সানস্ট্রোক আক্রান্ত হয়ে অসুস্থ হলে পরিবার তাকে ভর্তি করান হাসপাতালে। কিন্তু শারীরিক অবস্থার কোন উন্নতি না হওয়ায় মঙ্গলবার রাতে যুবককে অন্য হাসপাতালে স্থানান্তরিত করে পরিবার। যত রাত বাড়তে থাকে হবু বরের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে থাকে। বুধবার ভোররাত ৩টে নাগাদ চিকিৎসকরা যুবককে মৃতবলে ঘোষণা করেন।

এদিন দুপুরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল মৃত  যুবকের। বিয়ের কয়েক ঘণ্টা আগে হিটস্ট্রোক প্রান কাড়ল হবু বরের।