Good Luck Jerry: বিজনেস পার্টনারদের সবার সাথে আলাপ করিয়ে দিলেন জাহ্নবী, পুরো গ্যাং আসছে ২৯ জুলাই
ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে জাহ্নবী কাপুর অভিনীত সিদ্ধার্থ সেন নির্দেশিত ' গুড লাক জেরি'। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার আগে পুরো গ্যাং এর সাথে পোস্টার শেয়ার করলেন জাহ্নবী।লিখলেন আমার বিজনেস পার্টনারদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিলাম। ২৯শে জুলাই ওটিটি তে মুক্তি পাবার কথা এই ছবির। জাহ্নবী ছাড়াও এই ছবিতে আছেন সুশান্ত সিং, দীপক ডোব্রিয়াল সহ অন্যান্য অভিনেতারা।