Fraud: কলকাতার মহিলার থেকে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার গোয়ার যুবক

কলকাতা গোয়েন্দা বিভাগ মঙ্গলবার গোয়া থেকে এক ব্যক্তিকে জালিয়াতির অভিযোগে গ্রেফতার করেছে।

Online Fraud (Photo Credit: IANS)

কলকাতা: ফের প্রতারণার (Fraud) শিকার। কলকাতা (Kolkata) গোয়েন্দা বিভাগ মঙ্গলবার গোয়া (Goa) থেকে এক ব্যক্তিকে জালিয়াতির (Fraud) অভিযোগে গ্রেফতার (Arrested) করেছে। তিনি কলকাতার এক মহিলার কাছ থেকে ১০ লক্ষ টাকা প্রতারণা করে হাতিয়ে নেন বলে অভিযোগ।পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম মিলিন্দ গুরুদাস চারি, তিনি দক্ষিণ গোয়ার ধাতওয়ারার বাসিন্দা। সাইবার সেল অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসে।

আরও পড়ুন: Earthquake In Taiwan: তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পে দুলছে ব্রিজ, কম্পনের আতঙ্কে মেট্রো যাত্রীরা বসে পড়লেন মাটিতে (দেখুন ভিডিও)

পুলিশ সূত্রে আরও খবর, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ওয়ার্ক ফ্রম হোম স্ক্যাম চালাতেন ওই ব্যক্তি। টাকা বিনিয়োগের মাধ্যমে বেশি লাভের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা চক্র চালাতেন।

কলকাতা পুলিশ এই ধরনের প্রতারণা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করছে, প্রতারণামূলক স্কিমগুলিকে স্বীকৃতি দেওয়া এবং এড়ানোর গুরুত্বের উপরও জোর দিয়েছে।