Germany: প্রেমিককে খুন করে মৃতদেহ কেটে কেটে খেল স্কুল শিক্ষক
প্রেমিককে খুন করে মৃতদেহ কেটে কেটে খেল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে জার্মানির রাজধানী বার্লিনে (Berlin )। মৃতের নাম স্টেফান ট্রোগিস। অভিযুক্ত ৪১ বছরের স্টেফান আর, তিনি পেশায় শিক্ষক। জার্মান পুলিশ মনে করছে, যৌন তৃপ্তির (Cannibalistic Sexual Satisfaction) জন্যই তিনি এই ঘটনা ঘটিয়েছেন।
বার্লিন, ১২ অগাস্ট: প্রেমিককে খুন করে মৃতদেহ কেটে কেটে খেল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে জার্মানির রাজধানী বার্লিনে (Berlin )। মৃতের নাম স্টেফান ট্রোগিস। অভিযুক্ত ৪১ বছরের স্টেফান আর, তিনি পেশায় শিক্ষক। জার্মান পুলিশ মনে করছে, যৌন তৃপ্তির (Cannibalistic Sexual Satisfaction) জন্যই তিনি এই ঘটনা ঘটিয়েছেন।
জার্মান পুলিশ জানিয়েছে, গত বছর একটি ডেটিং ওয়েবসাইটে এই দুই ব্যক্তির পরিচয় হয়। একদিন স্টেফান আর তাঁর ফ্ল্যাটে ডাকেন ট্রোগিসকে। এর পর তাঁকে হত্যা করেন। এর পর শরীর টুকরো টুকরো করে কেটে বার্লিনের বিভিন্ন এলাকায় ফেলে দেন। মৃতদেহের কিছু অংশ তিনি খানও। আরও পড়ুন: Taliban: 'গণহত্যা' তালিবানের, গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ আফগানিস্তানের
গত বছরের ৯ সেপ্টেম্বর থেকে ট্রোগিসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষবার এক ক্যাব ড্রাইভার তাঁকে দেখেছিলেন। ওই ক্যাব ড্রাইভারই ট্রোগিসকে ফ্ল্যাটের নীচে নামিয়ে দিয়ে যান। কয়েক সপ্তাহ পর ট্রোগিসের দেহাংশ উদ্ধার হয় ওই এলাকায়। পুলিশ তদন্তে নেমে স্টেফানের ফ্ল্যাটে থাকা ফ্রিজ থেকে আরও দেহাংশ উদ্ধার করে।