IPL Auction 2025 Live

Gaza Hospital Attack: যুদ্ধবিধ্বস্ত প্যালেস্তাইনের সাধারণ মানুষকে মানবিক সহায়তার আশ্বাস মোদীর

যুদ্ধের বলি হওয়া নিরীহ সাধারণ মানুষের জন্যে শোক প্রকাশ করে বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট শেয়ার করেছিলেন। আজ আরও একটি টুইট করে প্রধানমন্ত্রী জানালেন, গাজার হাসপাতালে হামলার ঘটনাকে কেন্দ্র করে তিনি প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেছেন।

Narendra Modi on Gaza Hospital Attack (Photo Credits: X)

গাজার আল আহলি হাসপাতালে বিস্ফোরনের (Gaza Hospital Attack) জেরে প্রাণ হারিয়েছে প্রায় ৫০০ জন। ঘটনার বিভৎসতা সাংঘাতিক। যুদ্ধের বলি হওয়া নিরীহ সাধারণ মানুষের জন্যে শোক প্রকাশ করে বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) একটি টুইট শেয়ার করেছিলেন। আজ আরও একটি টুইট করে প্রধানমন্ত্রী জানালেন, গাজার হাসপাতালে হামলার ঘটনাকে কেন্দ্র করে তিনি প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের (Palestine President Mahmoud Abbas) সঙ্গে কথা বলেছেন। যুদ্ধবিধ্বস্ত প্যালেস্তাইনের সাধারণ জনগণের জন্য মানবিক সহায়তার আশ্বাস দিয়েছে ভারত।

আরও পড়ুনঃ  গাজা সীমান্তের ইজরায়েলি সৈন্যদের জন্যে স্থানীয়দের উদ্যোগে ওপেন কিচেন এবং সেলুনের ব্যবস্থা, ২৪ ঘণ্টার পরিষেবা

দেখুন প্রধানমন্ত্রীর টুইট... 

গাজা (Gaza) হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণ এবং তার জেরে শতাধিক প্রাণের বলির পর ইজরায়েলের দিকে আঙুল উঠতে শুরু করেছে। যা নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। তবে গাজা হাসপাতালে বিস্ফরণের দায় অস্বীকার করেছে ইজরায়েল। ইসলামিক জিহাদ এই ঘটনার জন্য দায়ি। ইসলামিক জেহাদের সদস্যরা যে রকেট উৎক্ষেপণ করে, তা ব্যর্থ হয়। সেই রকেট উৎক্ষেপণের ব্যর্থতার জেরেই গাজার হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণ হয়। ইজরায়েলের প্রধানমন্ত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে এমনই দাবি জানিয়ে একটি টুইট করেন। তবে গাজা হাসপাতালের ভয়াবহ বিস্ফোরণ ইজরায়েলের সঙ্গে হামাসের বিরোধকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেল বলেই মনে করছে বিভিন্ন মহল।