Gas Leak in Ludhiana: দিনে দুপুরে কারখানায় গ্যাস লিকে মৃত ১১, অসুস্থ বহু

৫০ জনের সদস্য নিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে। শুরু হয় উদ্ধারকার্য। এলাকা থেকে অসুস্থদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

Gas Leak in Ludhiana Factory (Photo Credits: Twitter)

লুধিয়ানা, ৩০ এপ্রিলঃ গ্যাস লিক করে দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ১১ জনের। রবিবার পাঞ্জাবের লুধিয়ানা জেলার শেরপুর চকের কাছে সুয়া রোগে একটি কারখানায় গ্যাস লিক করে ১১ জনের প্রাণ গিয়েছে (Gas Leak in Ludhiana Factory)। কারখানা এবং কারখানা সংলগ্ন এলাকায় এখনও বেশ কয়েকজন আটকে রয়েছে।

স্থানীয় প্রশাসন মারফত খবর, রবিবার সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ কারখানায় গ্যাস লিকের ঘটনাটি নজরে আসে। জানা গিয়েছে, যে কারখানায় গ্যাস লিক হয়েছে সেটি দুগ্ধজাত পণ্য উৎপাদনের কারখানা। কারখানার কুলিং সিস্টেম থেকেই এই গ্যাস লিক হয়েছে বলেই প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।

লুধিয়ানার কারখানায় গ্যাস লিক করে দুর্ঘটনা... 

গ্যাস লিকের ঘটনার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়েছিল দমকল এবং অ্যাম্বুলেন্সে। কিন্তু দমকল এবং অ্যাম্বুলেন্সের পৌঁছাতে অনেকটা সময় লেগে গিয়েছিল। এরপর ৫০ জনের সদস্য নিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) পৌঁছায় ঘটনাস্থলে। শুরু হয় উদ্ধারকার্য। এলাকা থেকে অসুস্থদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।  দুর্ঘটনার মৃত ১১ জনের মধ্যে ৫ জন মহিলা এবং ৬ জন পুরুষ। যাদের মধ্যে ২ যুবকের বয়স ১০ এবং ১৩। কারখানায় গ্যাস লিকের ঘটনায় মৃতের পাশাপাশি অসুস্থ হয়েছেন বহু।