Uttar Pradesh Shocker: গণধর্ষণের শিকার মহিলাকে সমঝোতা পত্র স্বাক্ষর করতে বাধ্য! ফেলে দেওয়া হয় চলন্ত গাড়ি থেকে
নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, তাঁকে গণধর্ষণের মামলা নিষ্পত্তির জন্য একটি মিটিংয়ে ডাকা হয়েছিল।
উত্তরপ্রদেশ: আগ্রার রিচ হোম স্টেতে গণধর্ষণের শিকার (Gang Rape) মহিলাটি গতকাল আবারও সমস্যায় পড়েছে। কিছু ব্যাক্তি তাঁকে আগ্রার (Agra) ইনার রিং রোডের কাছে অজ্ঞান অবস্থায় ফেলে দিয়ে পালিয়ে যায়। জানা গিয়েছে, মহিলাটি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
জ্ঞান ফেরার পর নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, তাঁকে গণধর্ষণের মামলা নিষ্পত্তির জন্য একটি মিটিংয়ে ডাকা হয়েছিল। এ বিষয়ে স্বাক্ষর করার জন্য একটি হলফনামাও করা হয়েছে। এরপর অভিযুক্তরা তাকে একটা পানীয় দেন, সেটা খাওয়ার পর তিনি অজ্ঞান হয়ে যান। আরও পড়ুন: Manipur Violence: বছরের শুরুতে ফের উত্তপ্ত মণিপুর, নিহত ৪
সূত্রে খবর, মহিলাটি ১৮ মাস ধরে আগ্রার একটি গেস্টহাউসে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, ঘটনায় সেখানকার ম্যানেজারসহ পাঁচজনকে সম্প্রতি গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।