Breakfast Scheme: পড়ুয়াদের স্কুলমুখী করতে তামিলনাড়ুর স্কুলে চালু হচ্ছে ব্রেকফাস্ট

রাজ্যের মোট ৩০,১২২ টি প্রাইমারি স্কুলে চালু হবে ব্রেকফাস্ট প্রকল্প। যার আওতায় পড়ছে ১৮ লক্ষ পড়ুয়া।

প্রতীকী ছবি (Photo Credits: Wikimedia Commons)

চেন্নাই, ২৪ এপ্রিলঃ ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে বিভিন্ন রাজ্য সরকার রাজ্যের স্কুলগুলোতে চালু করেছে মিড ডে মিল প্রকল্প (Mid Day Meal)। দীর্ঘদিন ধরেই সরকারের এই মিড ডে মিল প্রকল্প সফল ভাবে চলে আসছে। তবে এবার আরও বেশি করে পড়ুয়া টানতে চালু হচ্ছে বিনামূল্যে ব্রেকফাস্ট বা প্রাতরাশ প্রকল্প (Breakfast Scheme)। ছাত্রছাত্রীদের স্কুলে না আসার আর কোন কারণ রাখতে চাইছে না তামিলনাড়ু (Tamil Nadu) সরকার। তাই নয়া উদ্যোগ গ্রহণ করতে চলেছে স্টালিনের (M K Stalin) সরকার।

তামিলনাড়ু স্কুল শিক্ষা বিভাগ শীঘ্রই রাজ্যের সমস্ত প্রাইমারি স্কুলের স্তরের পড়ুয়াদের জন্যে ব্রেকফাস্ট বা প্রাতরাশ প্রকল্প (Breakfast Scheme) চালু করতে চলেছে। স্কুল শিক্ষা বিভাগের এক আধিকারিক সূত্রে খবর, রাজ্যের প্রতিটা জেলার জন্যে একজন করে সমন্বয়কারী ব্যক্তি নিয়োগ করা হবে, যারা সরকারের এই ব্রেকফাস্ট প্রকল্প দেখাশুনা করবেন।

তামিলনাড়ুর স্কুল শিক্ষা বিভাগের এই নয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন (Tamil Nadu CM M. K. Stalin) । মুখ্যমন্ত্রীর পর্যবেক্ষণে এই গোটা প্রকল্প শুরু করতে চলছে স্কুল শিক্ষা বিভাগ। রাজ্যের মোট ৩০,১২২ টি প্রাইমারি স্কুলে চালু হবে ব্রেকফাস্ট প্রকল্প। যার আওতায় পড়ছে ১৮ লক্ষ পড়ুয়া। তামিলনাড়ু সরকার ইতিমধ্যেই সাম্প্রতিক বাজেটে এই প্রকল্পের জন্যে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম কে স্টালিন মাদুরাইয়ের একটি প্রাইমারি স্কুলের পড়ুয়াদের জন্যে বিনামূল্যে ব্রেকফাস্ট প্রকল্পের উদ্বোধন করেছিলেন।

 



@endif