Dating Services: শহরে ফের ডেটিং পরিষেবা দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ১৬

ডেটিং পরিষেবা দেওয়ার নামে প্রতারণা। শহর কলকাতায় পুলিশ সোমবার প্রতারণার অভিযোগে ভুয়ো কল সেন্টার পরিচালনার সঙ্গে যুক্ত ১৬ জনকে গ্রেফতার (Arrested) করেছে।

16 People Arrested

কলকাতা: ডেটিং পরিষেবা দেওয়ার নামে প্রতারণা। শহর কলকাতায় পুলিশ সোমবার প্রতারণার অভিযোগে ভুয়ো কল সেন্টার পরিচালনার সঙ্গে যুক্ত ১৬ জনকে গ্রেফতার (Arrested) করেছে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, যাদবপুরের অধীন পোদ্দার নগরে এদিন অভিযান চালায়। সেখান থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ডেটিং সাইটের (Dating Site) কর্মচারীরা লোকেদের কাছে বার্তা পাঠায়। গ্রাহকরা ডেটিংয়ে আগ্রহ দেখালে তাদের এই সাইটগুলিতে যুক্ত হওয়ার জন্য চার্জ করা হয়। তারপর ইন্টারনেট থেকে ডাউনলোড করা নারীদের ছবি পাঠানো হয় ওই গ্রাহকদের কাছে। দাবি করা হয়, ওই মহিলারা টাকার বিনিময়ে তাঁদের বিনোদন দেবে। আরও পড়ুন : Anju-Nasrullah Case: পাকিস্তানি প্রেমিককে বিয়ের পর সন্তানকে ভারত থেকে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন অঞ্জু

আরও জানা গিয়েছে, কোনও গ্রাহক সেখান থেকে কোনও মেয়ের ছবি পছন্দ করলে তাঁর কাছ থেকে গোল্ড মেম্বারশিপ চার্জ, হোটেল বুকিং ইত্যাদির নামে বিভিন্ন কিস্তিতে প্রাথমিক ধাপে ৫০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা নেওয়া হত। তারপর ধীরে ধীরে গ্রাহকদের থেকে আরও টাকা হাতিয়ে নেওয়া হয়।