Kanpur Shocker: সাত বছর বয়সী মেয়েকে হত্যা করে তার লিভার খেলো কানপুরের দম্পতি, যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

৭ বছরের মেয়েকে হত্যা ও তার কলিজা খাওয়ার অপরাধে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত।

Jail - Representational Image (File Photo)

কানপুর: সাত বছর বয়সী মেয়েকে হত্যা করে তার কলিজা (Liver) এবং অন্যান্য অঙ্গ খাওয়ার দায়ে দম্পতি সহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড (Life Imprisonment) দিল আদালত। অতিরিক্ত জেলা জজ (পকসো অ্যাক্ট - POCSO Act)) বাকুর শামীম রিজভী অভিযুক্ত দম্পতি পরশুরাম ও সুনাইনা, তাদের ভাগ্নে অঙ্কুল ও তার সহযোগী বীরেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

পাশাপাশি আদালত অঙ্কুল ও বীরেনকে ৪৫ হাজার টাকা এবং পরশুরাম ও সুনয়নাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। অতিরিক্ত জেলা সরকারের কাউন্সেল রাম রক্ষিত শর্মা, প্রদীপ পান্ডে এবং অজয় কুমার ত্রিপাঠী জানিয়েছেন, কানপুরের ঘাটমপুরের একটি গ্রামের বাসিন্দা অভিযোগ দায়ের করেছিলেন, তাঁর সাত বছরের মেয়ে ২০২০ সালে ১৪ নভেম্বর বাড়ির বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয়েছিল। পরদিন গ্রামের বাইরে একটি মাঠে তার বিকৃত মৃতদেহ পাওয়া যায়। আরও পড়ুন: Delhi : ডার্ক ওয়েবে তথ্য বিক্রির অভিযোগ, দিল্লি পুলিশের হাতে গ্রেফতার ৪

তদন্তে নেমে পুলিশ জানতে পারে পরশুরাম এবং সুনয়না তাদের বিয়ের ১৯ বছর পরেও নিঃসন্তান ছিলেন এবং একজন জাদুবিদ্যার কাছে গিয়েছিলেন যিনি তাদের একটি মেয়ের লিভার খেতে বলেছিলেন। তাদের সহযোগী অঙ্কুল ও বীরেন ওই মেয়েটিকে যৌন নিপীড়ন করে তারপর মেরে ফেলে। তারপর মেয়েটির কলিজা বের করে পরশুরাম ও সুনয়নাকে দেয়। এতদিন ধরে চলা মামলায় আগামী শনিবার এই বিষয়ে সাজা ঘোষণা করেন আদালত।