Doctor: আর্থিক সমস্যার জর্জরিত চিকিৎসক, পরিবারের পাঁচ সদস্যের মৃতদেহ উদ্ধার

পরিবারের চার সদস্যের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে এবং একজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।

প্রতীকী ছবি (File Image)

অন্ধ্রপ্রদেশ: আর্থিক সমস্যায় জর্জরিত বিজয়ওয়াড়ায় এক চিকিৎসকের পরিবারে চিকিৎসক সহ পাঁচ সদস্যকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। বিজয়ওয়াড়া পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি) অধীরাজ সিং রানা বলেন, চারজনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, আর একজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন: Prajwal Revanna Sex Video: সেক্স ভিডিয়োকাণ্ডে তোলপাড়, ‘নিস্তার’ নেই প্রজ্জ্বল রেভান্নার, জার্মানি থেকে ফিরছেন দেবগৌড়ার নাতি?

সূত্রে খবর, সোমবার রাতে ডাক্তার তাঁর গাড়ির চাবি এক প্রতিবেশীকে দিয়ে সেটি তাঁর ভাইয়ের কাছে পৌঁছে দিতে বলেন। তিনি প্রতিবেশীকে জানান তাঁরা বাইরে যাচ্ছেন। ডিসিপি জানিয়েছেন, পুলিশ চিকিৎসকের আর্থিক বিষয়গুলিও খতিয়ে দেখছে। পুলিশের প্রাথমিক ধারানা, পরিবারের বাকিদের খুন করে তিনি আত্মহত্যা করেন। পুলিশ জানিয়েছে, আইপিসি ধারা ৩০২ এর অধীনে হত্যা মামলা এবং CrPC 174 ধারার অধীনে একটি আত্মহত্যার মামলা নথিভুক্ত করার পরে পুলিশ মামলাটি তদন্ত করছে।