Prayagraj: মহাকুম্ভের মূল আকর্ষণ, প্রয়াগরাজে তৈরি হচ্ছে ভাসমান রেস্তরাঁ

প্রয়াগরাজে (Prayagraj) হবে ভাসমান রেস্তরাঁ (Floating Restaurant), এমনই পরিকল্পনা করছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার।

Yogi Adityanath

লখনউ, ৫ মে: প্রয়াগরাজে (Prayagraj)  হবে ভাসমান রেস্তরাঁ (Floating Restaurant), এমনই পরিকল্পনা করছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। পরিকল্পনা বাস্তবায়িত হলে, যোগীর রাজ্যে এমন রেস্তরাঁ  প্রথম। তাই ভাসমান রেস্তরাঁ বানানোর লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে প্রয়াগরাজ ডেভেলপমেন্ট অথরিটি। বোট ক্লাবের সঙ্গে একপ্রস্থ বার্তালাপ হয়েছে। ওই রেস্তরাঁর আকর্ষণ বাড়াতে থাকছে যোগা কেন্দ্র ও  জলকেলির সুবিধা। সরকারি মুখপাত্র জানিয়েছেন, পিপিপি মডেলে চলবে এই ভাসমান রেস্তরাঁ। থাকবে সব ধরনের ক্যুইজিন।

এই প্রসঙ্গে প্রয়াগরাজ ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান অরবিন্দ কুমার চৌহান জানিয়েছেন, "প্রথম থেকেই লেগেপড়ে রেস্তরাঁর কাজ শুরু হবে, যাতে ২০২৫-এর মহাকুম্ভের আগেই তৈরি হয়ে যায় প্রয়াগরাজের ভাসমান রেস্তরাঁ।  পর্যটক টানার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে এই ভাসমান রেস্তরাঁ।"