Rahul Gandhi: রাহুল গান্ধীর বিরুদ্ধে অপশব্দের প্রয়োগ, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা হল অভিযোগ
মার্কিন যুক্তরাষ্ট্রে শিখ সম্প্রদায়কে নিয়ে মন্তব্যের জেরে দিনকয়েক আগে কড়া সমালোচনার মুখোমুখি হয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
মার্কিন যুক্তরাষ্ট্রে শিখ সম্প্রদায়কে নিয়ে মন্তব্যের জেরে দিনকয়েক আগে কড়া সমালোচনার মুখোমুখি হয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দিল্লিতে তাঁর বাসভবন এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন অনেকে। আর এই বিতর্কের মাঝে বিজেপি মন্ত্রী রভনীত বিট্টু (Ravneet Bittu) রাহুলকে দেশের এক নম্বরের সন্ত্রাসবাদী মন্তব্য করছেন। এবার সেই নিয়ে থানায় অভিযোগ দায়ের করলেন কংগ্রেস নেতৃত্ব। জানা যাচ্ছে বুধবার কর্ণাটকের একাধিক কংগ্রেস নেতা তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে ৩৫৩ (২), ১৯২, ১৯৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। যদি এই প্রসঙ্গে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে পাল্টা কোনও মন্তব্য করা হয়নি।
আমেরিকা সফরে কংগ্রেস সাংসদ ভারতে শিখদের বর্তমান অবস্থা নিয়ে মন্তব্য করেছেন।সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রবিবার রভনীত বিট্টু বলেছিলেন, যাঁরা বোমা বানায় তাঁর যদি এই মন্তব্যকে সমর্থন করে, তাহলে রাহুল একজন দেশের এক নম্বর সন্ত্রাসবাদী। তাঁর এই মন্তব্যের কড়া বিরোধীতা করে কংগ্রেস নেতৃত্বও। কংগ্রেসের তরফ থেকে বলা হয়, বিট্টু একজন বিবেকহীন মানুষের মতো মন্তব্য করছে।