Fifteen Babies Delivered on Ram Mandir Inauguration: রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন ইন্দোরের দুটি হাসপাতালে ১৫টি শিশুর জন্ম হয়েছে
২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠা দিন মধ্যপ্রদেশের ইন্দোর জেলার (Indore District) দুটি হাসপাতালে ১৫টি শিশুর জন্ম হয়েছে।
মধ্যপ্রদেশ: অযোধ্যায় ভগবান রামের নবনির্মিত মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের (Ram Mandir Pran Pratishtha Ceremony) দিন ইন্দোরের অনেক গর্ভবতী মহিলা প্রসবের ইচ্ছা প্রকাশ করেছিলেন। ২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠা দিন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোর জেলার (Indore District) দুটি সরকারি হাসপাতালে ১৫টি শিশুর জন্ম (Fifteen Babies Delivered) হয়েছে। আরও পড়ুন: Ram Lalla idol Photo: সোনায় মোড়ানো রামলালা, কখন দর্শন পাবেন অযোধ্যায় অপেক্ষারত ভক্তরা
এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ১১টি শিশু স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্মগ্রহণ করেছে, অন্যরা এমটিএইচ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে। রামলারার প্রাণপ্রতিষ্ঠার এই শুভ দিনে প্রসব করতে পেরে খুব খুশি হয়েছেন নবজাতকের মায়েরা ও তাঁদের পরিবার।