FB Friend Rapes 17-Year-Old Girl: ফেসবুকে পরিচয়, দেখা করার নামে ২ বন্ধুকে এনে যুবকের গণধর্ষণ কিশোরীকে
নির্যাতিতার বয়ান অনুযায়ী, রামু কুশওয়ার নামে এক যুবকের সঙ্গে তাঁর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। ২১ নভেম্বর যখনওই কিশোরী বাড়িতে আসছিল, সেই সময় রামু তাকে ফোন করে দেখার করার জন্য। এরপর রামু ২ বন্ধুকে নিয়ে ওই কিশোরীর সঙ্গে দেখা করতে আসে।
গ্বালিয়র, ২৭ নভেম্বর: ফেসবুকে পরিচয়। ফেসবুকে পরিচয়ের পর বন্ধুত্ব গড়ালে,তা থেকে ভয়ঙ্কর পরিণতি। রিপোর্টে প্রকাশ, ফেসবুকে পরিচয়ের পর সেই বন্ধুর হাতেই নির্যাতিতা ১৭ বছরের কিশোরী। মধ্যপ্রদেশের গ্বালিয়রে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। ২১ নভেম্বরের ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। ফলে পরপর ৩ জনকে ওই ঘটনার জেরে গ্রেফতার করা হয়।
নির্যাতিতার বয়ান অনুযায়ী, রামু কুশওয়ার নামে এক যুবকের সঙ্গে তাঁর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। ২১ নভেম্বর যখনওই কিশোরী বাড়িতে আসছিল, সেই সময় রামু তাকে ফোন করে দেখার করার জন্য। এরপর রামু ২ বন্ধুকে নিয়ে ওই কিশোরীর সঙ্গে দেখা করতে আসে। অরবিন্দ এবং ছোটে খান নামে দুই বন্ধুকে নিয়ে রামু এসইউভি গাড়িতে চেপে এসে তুলে নিয়ে যায় নির্যাতিতাকে। জোর করে ওই কিশোরীকে একটি নির্জন জায়গায় তুলে নিয়ে যাওয়ার পর,তার উপর অত্যাচার চালানো হয়। শুধু তাই নয়, গণধর্ষণের পর অচৈতন্য অবস্থায় ওই কিশোরীকে ফেলে চম্পট দেয় অভিযুক্তরা। ঘটনার পরপরই রামু, অরবিন্দ এবং ছোটে খানের বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর। পাশাপাশি ওই ৩ জন কোথায় লুকিয়ে, সে বিষয়েও শুরু হয় জোরদার তল্লাশি।
জানা যায়, স্থানীয় বিধায়ক আজব সিং কুশওয়ার ভাইপো হল অরবিন্দ।