Odisha Double Murder: ওড়িশায় জোড়া খুন, সম্পত্তির লোভে মা ও বোনকে হত্যা করল বাবা ও ছেলে

হত্যাকাণ্ডকে দুর্ঘটনায় পরিণত করতে বাড়ির গ্যাস সিলিন্ডার খুলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

Odisha's Double Murder (Photo Credit: X)

নয়াদিল্লি: ওডিশার (Odisha) সম্বলপুরে ৯০ বছর বয়সী মা এবং ৬২ বছর বয়সী বোনকে হত্যা করেছে বাবা ও ছেলে। অভিযুক্তদের গ্রেফতার (Arrested) করেছে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার রাতে সম্বলপুর সদর থানার অন্তর্গত হাটপাদা এলাকায় একটি বাড়িতে স্নেহলতা দীক্ষিত (৯০) এবং তাঁর মেয়ে সারেন্দ্রী দীক্ষিত (৬২) এর দগ্ধ দেহ পাওয়া যায়।

সূত্রে খবর,  ফায়ার ব্রিগেড পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও মা ও মেয়ে জীবিত দগ্ধ হন। পুলিশ ও বৈজ্ঞানিক দল এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সম্পত্তির জন্য মা ও বোনকে হত্যাকারী জগন্নাথের ছোট মেয়ে অভিযোগ দায়ের করেছে। পুলিশ উম্মার ছেলেসহ পরিবারের চার সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে বড় ছেলে ও নাতিকে আটক করে পুলিশ। নিহত বৃদ্ধার ৪ মেয়ে ও এক ছেলে রয়েছে। এর আগে ২ জন মেয়ে মারা যান এবং গতকাল অগ্নিদগ্ধ হয়ে আরও এক মেয়ে মারা যান।

তদন্তে উঠে এসেছে স্নেহলতা এবং তাঁর মেয়ে বাড়িতে থাকাকালীন জগন্নাথ ও তার ছেলে দুজনকেই শ্বাসরোধ করে হত্যা করে। হত্যাকাণ্ডকে দুর্ঘটনায় পরিণত করতে তারা বাড়ির গ্যাস সিলিন্ডার খুলে আগুন ধরিয়ে দেয়।



@endif