Karnataka Shocker: ছেলেকে খুন করতে সুপারি কিলার নিয়োগ বাবার, ধৃত ৭

ব্যক্তিগত কারণের জন্য ছেলেকে সে খুন করতে চেয়েছিল বলে জানালেও ঠিক কী জন্য এই ঘটনা সে ঘটাতে চেয়েছিল তা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

হুবলি: নিজের ছেলেকে খুন করতে সুপারি কিলার (Supari Killers) নিয়োগ করেছিল এক ব্যক্তি। বিষয়টি প্রকাশ্যে আসার পর ওই ব্যক্তি-সহ সাতজনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) হুবলিতে (Hubli)।

এপ্রসঙ্গে হুবলির পুলিশ কমিশনার লাভু রাম জানান, অখিল নামে এক জুয়েলারি দোকানের মালিক গত ১ ডিসেম্বর খুন হয়। এরপর তাঁর কাকা গত ৩ ডিসেম্বর স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। তার ভিত্তিতে তদন্ত নেমে অখিলের পরিবারের সদস্যরা-সহ সবাইকে জেরা করতে থাকে পুলিশ। জেরার চাপে নিজের অপরাধের কথা স্বীকার করে অখিলের বাবা। জানায় নিজের ছেলেকে খুন করতে ৬ জন লোককে টাকা দিয়েছিল সে।

ব্যক্তিগত কারণের জন্য ছেলেকে সে খুন করতে চেয়েছিল বলে জানালেও ঠিক কী জন্য এই ঘটনা সে ঘটাতে চেয়েছিল তা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তদন্তে জানান গেছে, অখিলের বাবা ভারত মহাজনশিঠ ঘটনার দিন ছেলেকে সুপারি কিলারদের হাতে তুলে দিয়ে একাই বাড়ি চলে আসে।

পুলিশ কমিশনার আরও জানান, তদন্ত এখনও চলছে। সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। মনে হচ্ছে এই খুনের ঘটনায় আরও লোকজন যুক্ত রয়েছে। খুনের দিন অখিলের দেহ কালাঘাটগির কাছে দেবিকোপ্পা এলাকার একটি আখ খেতের মধ্যে পুঁতে দেওয়া হয়েছিল। বুধবার রাজস্ব দপ্তরের সহকারী কমিশনার অশোক তেলির উপস্থিতিতে তা মাটি খুঁড়ে বের করা হয়।