IPL Auction 2025 Live

Illegal mining case: হেমন্ত সোরেনের জেরার দিন পরিবর্তনের আবেদন খারিজ করল ইডি

ঝাড়খণ্ডের জন্মদিনেই রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জেরার দিন পরিবর্তনের আবেদন খারিজ করে দিল কেন্দ্রীয় আর্থিক দুর্নীতি বিষয়ক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

Hemant Soren (Photo Credit: ANI/Twitter)

রাঁচি: ঝাড়খণ্ডের (Jharkhand) জন্মদিনেই (Birthday) রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হেমন্ত সোরেনের (Hemant Soren) জেরার দিন (questioning date) পরিবর্তনের আবেদন (request to prepone) খারিজ (rejected) করে দিল কেন্দ্রীয় আর্থিক দুর্নীতি বিষয়ক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) বা ইডি (ED)।

অবৈধ খনি দুর্নীতি মামলায় (Illegal mining case) জেরা করার জন্য আগামী ১৭ নভেম্বর রাঁচির ইডি অফিসে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে হাজিরা দিতে সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে তাঁকে সমন পাঠানো হলেও ইডির তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হননি তিনি। তাই ১৭ নভেম্বর ফের হাজিরা দেওয়ার জন্য হেমন্ত সোরেনকে দ্বিতীয়বার সমন (2nd summon) পাঠানো হয় সংস্থার তরফে।

এর প্রতিক্রিয়ায় হেমন্ত সোরেনের পক্ষ থেকে জেরার দিন ১৭ নভেম্বরের পরিবর্তে ১৬ নভেম্বর করার আবেদন জানানো হয় ইডির কাছে। কিন্তু, মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিয়ে ইডির তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১৭ নভেম্বরই জেরা করা হবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে।