Criminals Arrested: গভীর রাতে দিল্লি পুলিশের এনকাউন্টারে জখম ৩ জন দুষ্কৃতী, গেফতার

এনকাউন্টারে তিন দুষ্কৃতী এবং দুই পুলিশ আধিকারিক আহত হয়েছেন।

Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লি: দিল্লির আম্বেদকর কলেজের (Ambedkar College) কাছে গতকাল মধ্যরাতে পুলিশ কুখ্যাত হাশিম বাবা গ্যাংয়ের তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, পুলিশ ও দুষ্কৃতীদের সংঘর্ষে দুই পুলিশ আধিকারিক আহত হয়েছেন। এনকাউন্টারে (Encounter) তিন দুষ্কৃতীই আহত হয়েছে। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে তিনটি পিস্তল উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে আরও খবর, আলি ওরফে ফাহাদ, আসিফ ওরফে খালিদ এবং আলসেজান ওরফে থোথা নামে আহত অভিযুক্তদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত তিনজনই হাশিম বাবা গ্যাংয়ের সদস্য, গত ৯ মার্চ ঘটে যাওয়া একটি গুলির ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল।

আরও পড়ুন: Karnataka Farmers Protest: বাগাদি লাল লঙ্কার দাম কমানো নিয়ে ধুন্ধুমার হাভেরি জেলার ব্যাদাগি পাইকারি কৃষি বাজারে (দেখুন ভিডিও)

উত্তর-পূর্ব দিল্লির ডিসিপি জয় তিরকি জানিয়েছেন, রাত দেড়টার দিকে গুলি চালানোর ঘটনা ঘটে। তাঁর কথায়, আম্বেদকর কলেজের কাছে একটি স্কুটারে করে যাচ্ছিলেন তিনজন। পুলিশ তাদের থামতে বললে তারা না থেমেই গুলি চালাতে শুরু করে।