National Voters Day: লোকসভা নির্বাচনের আগে ইভিএম এবং ভিভিপিএটি সম্পর্কে দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে 

প্রতিবছর ২৫ জানুয়ারি এক বিশেষ লক্ষ্যে পালিত হয় জাতীয় ভোটার দিবস (National Voter’s Day)।

Election Commission of India (File Photo)

মুম্বই: আগামী ২৫ জানুয়ারি সারাদেশে ১৪তম জাতীয় ভোটার দিবস (National Voters Day) পালিত হবে। প্রতিবছর এইদিন এক বিশেষ লক্ষ্যে পালিত হয় জাতীয় ভোটার দিবস। এই দিনটি গণতন্ত্র উদযাপনের দিন। ১৯৫০ সালে এই দিনেই প্রতিষ্ঠা লাভ করেছিল ভারতীয় নির্বাচন কমিশন। ২০১১ সালে প্রথম এই দিনটি উদযাপন করা হয়। ভোটারদের ভোট দিতে উৎসাহিত করার লক্ষ্যেই ভোটার দিবস পালন হয়ে থাকে। এতে তরুণ ভোটাররাও ভোট দিতে উদ্বুদ্ধ হন।

নির্বাচন কমিশন (Election Commission)-এর তরফে জানানো হয়েছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচন (2024 LS Polls)-এর আগে যে সমস্ত নাগরিকরা প্রথমবার ভোট দেবেন তাঁদের মেশিনগুলোর ব্যবহার আগে থেকে দেখিয়ে দিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (EVM) এবং ভোটার ভেরিফাইয়েবল পেপার অডিট ট্রেল (VVPAT)-এর উপর দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি চলছে। আরও পড়ুন: Republic day 2024: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ রাষ্ট্রপতির, প্রধান অতিথি হিসাবে আসছেন ফরাসী প্রেসিডেন্ট

কর্মসূচির মধ্যে রয়েছে ৩১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৬১৩টি জেলা জুড়ে ৩৪৬৪টি বিধানসভা কেন্দ্র। (সম্প্রতি নির্বাচন হয়েছে এমন পাঁচটি রাজ্য বাদে)।