Arvind Kejriwal: সকালে আদালতে 'রক্ষাকবচ' বাতিল, সন্ধ্যায় অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে ইডি, আজই কি গ্রেফতার!
বৃহস্পতিবার হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিতে কোন রক্ষাকবচ নেই।
নয়া দিল্লি, ২১ মার্চঃ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার ২১ মার্চ ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। এই নিয়ে কেজরিকে ন'টি সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত আট বারের মতই নবমবারেও ইডির (Enforcement Directorate) ডাক এড়ালেন আপ সুপ্রিমো। পালটা তিনি ইডি যাতে তাঁকে গ্রেফতার না করে তার জন্যে রক্ষাকবচের আর্জি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন এদিন। কিন্তু আদালত স্বস্তি দিল না মুখ্যমন্ত্রীকে। বৃহস্পতিবার হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারিতে কোন রক্ষাকবচ নেই।
আরও পড়ুনঃ ফের ইডি সমন এড়ালেন! জোর-জবরদস্তি না করার জন্য আদালতে আবেদন অরবিন্দ কেজরিওয়ালের
মুখ্যমন্ত্রীর রক্ষাকবচের আর্জি আদালত বাতিল করতেই এদিন সন্ধ্যায় ইডি আধিকারিকেরা পৌঁছন কেজরির দিল্লির বাসভবনে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। গ্রেফতারিতে কোন বাধা না থাকায় কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের সোজা মুখ্যমন্ত্রীর বাসভবনে আগমন কেবলই কি জিজ্ঞাসাবাদের স্বার্থে নাকি আসল উদ্দেশ্য গ্রেফতারি! উত্তর দেবে সময়।