Eastern Railway Train Cancellation: শিয়ালদহ ডিভিশনে রক্ষণাবেক্ষণে টানা ৪দিন বাতিল অনেক ট্রেন, কাজের দিনে যাত্রী দুর্ভোগের আশঙ্কা
শিয়ালদা শাখায় টানা 4 দিন ধরে রক্ষণাবেক্ষণের কাজের জেরে বাতিল থাকবে একাধিক ট্রেন ৷ নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ দমদম-ডানকুনি, বালিঘাট-বালিহল্ট স্টেশনে ওভার ব্রিজের পুরনো স্টিল গার্ডার প্রতিস্থাপনের জন্য দমদম-ডানকুনি শাখায় আগামী ২৩ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি সকাল ৪টে পর্যন্ত ১০০ ঘণ্টার ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে ।সেই কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রেল ৷
পূর্ব রেলের তরফে প্রকাশিত নির্দেশিকাতে বলা হয়েছে, শিয়ালদা শাখায় দমদম-ডানকুনি বিভাগের বালিঘাট এবং বালিহল্টের মধ্যে রেল ওভার ব্রিজের পুরনো স্টিল গার্ডার প্রতিস্থাপন করা হবে । এই গুরুত্বপূর্ণ রেল ব্রিজটি প্রায় ৯৫ বছর আগে ব্রিটিশ শাসনের সময় নির্মাণ করা হয় । ব্রিজ নম্বর ১৫/সিসিআর-এ অবস্থিত স্টিল গার্ডারটি প্রায় এক শতাব্দীর ব্যবহারে অত্যন্ত ক্ষয়প্রাপ্ত হয়েছে । ফলে, অবিলম্বে ব্রিজটির প্রতিস্থাপন করা অত্যন্ত প্রয়োজনীয় ৷ নতুন আরসিসি বক্সের মাধ্যমে নির্মাণ কাজ সম্পন্ন হলে এই বিভাগে ট্রেনের গতি বৃদ্ধি পাবে এবং রক্ষণাবেক্ষণের সুবিধাও হবে । পুরনো স্টিল গার্ডার অপসারণের পরে ট্র্যাকটি প্রতিস্থাপন করা হবে । পাশাপাশি, দীর্ঘদিন ধরে স্থগিত কিছু ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য রক্ষণাবেক্ষণের কাজও সেরে ফেলা হবে ।
এই কাজের জন্য এই সময়ে এই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত থাকবে । এই কয়েকদিন শিয়ালদা ও ডানকুনির মধ্যে ২২ জোড়া ইএমইউ লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই চারদিন ব্লকের সময়ে শিয়ালদা-ডানকুনি বিভাগে কোনও লোকাল ট্রেন চলবে না । সেই সঙ্গে, বাতিল থাকবে কয়েকটি মেল এক্সপ্রেস ট্রেনও ৷ যাত্রা সংক্ষিপ্ত থাকবে একাধিক ট্রেনের ৷ পাশাপাশি, ঘুরপথে চলবে একাধিক ট্রেন ৷
কোন কোন ইএমইউ ট্রেন বাতিল:
২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে-
শিয়ালদা-ডানকুনি: আপ 32211, 32213, 32215, 32217, 32219, 32221, 32223, 32225, 32227, 32229, 32231, 32233, 32233,3223,3223,3235 32241, 32243, 32245, 32247, 32249, এবং ডাউন 32212, 32214, 32216, 32218, 32220, 32222, 32224, 32226, 3223, 3223, 32234, 32236, 32238, 32240, 32242, 32246, 32248, 32250, 32252 ।
শিয়ালদা-বারুইপাড়া: আপ 32411, 32413, এবং ডাউন 32412, 32414 ।
শিয়ালদা-কাঁচরাপাড়া: আপ 31317, 31333, 31339 এবং ডাউন 31318, 31332, 31338 ৷
শিয়ালদা-মধ্যমগ্রাম: আপ 33421, এবং ডাউন 33422।
শিয়ালদা-বর্ধমান: আপ 31151; ডাউন 31152 ৷
শিয়ালদা-দমদম ক্যান্টনমেন্ট: আপ 33411; ডাউন 33412 ৷
শিয়ালদা-দত্তপুকুর: আপ 33621; ডাউন 33628 ৷
নৈহাটি-ব্যাণ্ডেল: আপ 37535, 37537, 37545, 37529, 37521, 37523, 37555, 37557 এবং ডাউন 37538, 37540, 37548, 375352, 3753522 37556, 37558 ।
২৭ জানুয়ারি (সোমবার)
শিয়ালদা-ডানকুনি: আপ 32211, 32213 এবং ডাউন 32212, 32214
মেল ও এক্সপ্রেস বাতিল থাকবে নিম্নলিখিত দিনগুলিতেঃ
২১ জানুয়ারি (মঙ্গলবার)
12359 কলকাতা-পাটনা গরিব রথ এক্সপ্রেস (JCO 21.01.2025)।
২২ জানুয়ারি (বুধবার)
13179 শিয়ালদা-সিউরি এক্সপ্রেস ৷
13161 কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস।
23 জানুয়ারি (বৃহস্পতিবার)
13179 শিয়ালদা–সিউড়ি এক্সপ্রেস ৷
13161 কলকাতা–বালুরঘাট তেভাগা এক্সপ্রেস ৷
13180 সিউড়ি–শিয়ালদা এক্সপ্রেস ৷
13162 বালুরঘাট–কলকাতা তেভাগা এক্সপ্রেস ৷
15234 দারভাঙ্গা–কলকাতা মৈথিলি এক্সপ্রেস ৷
15233 কলকাতা–দারভাঙ্গা মৈথিলি এক্সপ্রেস ৷
13177 শিয়ালদা–জঙ্গিপুর রোড এক্সপ্রেস ৷
13178 জঙ্গিপুর রোড–শিয়ালদা এক্সপ্রেস
12359 কলকাতা–পটনা গরীব রথ এক্সপ্রেস ৷
12369 পটনা–কলকাতা গরীব রথ এক্সপ্রেস ৷
12363 কলকাতা–হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ৷
12383 শিয়ালদা–আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস ৷
12384 আসানসোল–শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস ৷
২৪ জানুয়ারি (শুক্রবার)
12383 শিয়ালদা–আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস ৷
13177 শিয়ালদা–জঙ্গিপুর রোড এক্সপ্রেস ৷
13179 শিয়ালদা–সিউড়ি এক্সপ্রেস ৷
13161 কলকাতা–বালুরঘাট তেভাগা এক্সপ্রেস ৷
12384 আসানসোল–শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস ৷
13178 জঙ্গিপুর রোড–শিয়ালদা এক্সপ্রেস ৷
13180 সিউড়ি–শিয়ালদহ এক্সপ্রেস ৷
13162 বালুরঘাট–কলকাতা তেভাগা এক্সপ্রেস ৷
12364 হলদিবাড়ি–কলকাতা ইন্টারসিটি এক্সপ্রেস ৷
২৫ জানুয়ারি (শনিবার)
12383 শিয়ালদা–আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস ৷
13177 শিয়ালদা–জঙ্গিপুর রোড এক্সপ্রেস ৷
13179 শিয়ালদা–সিউড়ি এক্সপ্রেস ৷
12384 আসানসোল–শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস ৷
13178 জঙ্গিপুর রোড–শিয়ালদা এক্সপ্রেস ৷
13180 সিউড়ি–শিয়ালদা এক্সপ্রেস ৷
13162 বালুরঘাট–কলকাতা তেভাগা এক্সপ্রেস ৷
12360 পটনা–কলকাতা গরীব রথ এক্সপ্রেস ৷
12363 কলকাতা–হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ৷
12359 কলকাতা–পটনা গরীব রথ এক্সপ্রেস।
২৬ জানুয়ারি (রবিবার)
13179 শিয়ালদা-সিউরি এক্সপ্রেস ৷
13180 সিউরি-শিয়ালদা এক্সপ্রেস ৷
13161 কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস ৷
12364 হলদিবাড়ি-কলকাতা ইন্টারসিটি এক্সপ্রেস ৷
২৭ জানুয়ারি (সোমবার)
13180 সিউরি-শিয়ালদা এক্সপ্রেস ৷
12360 পটনা-কলকাতা গরীব রথ এক্সপ্রেস ৷
13162 বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস ৷
ঘুরপথে চলবে যে সমস্ত ট্রেন-
দমদম জংশন-নৈহাটি রুটে ঘুরিয়ে দেওয়া ট্রেনের তালিকা -
২৩ জানুয়ারি (বৃহস্পতিবার)
13151 কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস ৷
12259 শিয়ালদা-বিকানের দুরন্ত এক্সপ্রেস ৷
12315 কলকাতা-উদয়পুর সিটি অনন্যা এক্সপ্রেস ৷
13167 কলকাতা-আগ্রা ক্যান্টনমেন্ট সাপ্তাহিক এক্সপ্রেস ৷
22323 কলকাতা-গাজিপুর শহর শব্দভেদী সুপারফাস্ট এক্সপ্রেস ৷
12325 কলকাতা-নাঙ্গল ড্যাম গুরুমুখী সুপারফাস্ট এক্সপ্রেস ৷
12313 শিয়ালদা-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ৷
12377 শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস ৷
13173 শিয়ালদা-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷
13149 শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস ৷
12343 শিয়ালদা-হলদিবাড়ি দার্জিলিং মেল ৷
12987 শিয়ালদা-আজমের সুপারফাস্ট এক্সপ্রেস ৷
২৪ জানুয়ারি (শুক্রবার)
12313 শিয়ালদহ-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস ৷
13151 কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস ৷
13173 শিয়ালদা-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷
12377 শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস ৷
12343 শিয়ালদা-হলদিবাড়ি দার্জিলিং মেল ৷
13149 শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস ৷
12987 শিয়ালদা-আজমের সুপারফাস্ট এক্সপ্রেস ৷
12496 কলকাতা-বিকানের প্রতাপ এক্সপ্রেস ৷
12379 শিয়ালদা-অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস ।
২৫ জানুয়ারি (শনিবার)
12313 শিয়ালদা-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ৷
13151 কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস ৷
12377 শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস ৷
12343 শিয়ালদা-হলদিবাড়ি দার্জিলিং মেল ৷
13149 শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস ৷
12987 শিয়ালদা-আজমের সুপারফাস্ট এক্সপ্রেস ৷
13175 কলকাতা-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷
13165 কলকাতা-সীতামারহি এক্সপ্রেস ৷
19414 কলকাতা-আহমেদাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস ৷
২৬ জানুয়ারি (রবিবার)
12313 শিয়ালদা-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস ৷
13151 কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস ৷
12377 শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস ৷
12343 শিয়ালদা-হলদিবাড়ি দার্জিলিং মেল ৷
13149 শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস ৷
12987 শিয়ালদা-আজমের সুপারফাস্ট এক্সপ্রেস ৷
12317 কলকাতা-অমৃতসর অকালতখত এক্সপ্রেস ৷
13121 কলকাতা-গাজিপুর সিটি উইকলি এক্সপ্রেস ৷
13173 শিয়ালদা-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷
12259 শিয়ালদা-বিকানের দুরন্ত এক্সপ্রেস ।
নৈহাটি থেকে দমদম জংশন হয়ে যাবে যে সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেন -
২৩ জানুয়ারি (বৃহস্পতিবার)
12314 নিউ দিল্লি-শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ৷
13152 জম্মু তাওয়াই-কলকাতা এক্সপ্রেস ৷
13176 শিলচর-কলকাতা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷
12378 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস ৷
12344 হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল ৷
13150 আলিপুরদুয়ার-শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ৷
12988 আজমির-শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস ৷
12330 আনন্দ বিহার টার্মিনাল-শিয়ালদহ যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেস ৷
22318 জম্মু তাওয়াই-শিয়ালদা হুমসাফার সুপারফাস্ট এক্সপ্রেস ৷
২৪ জানুয়ারি (শুক্রবার)
12314 নিউ দিল্লি-শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ৷
19413 আহমেদাবাদ-কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস ৷
12260 বিকানের-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস ৷
13152 জম্মু তাওয়াই-কলকাতা এক্সপ্রেস ৷
13174 আগরতলা-শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷
12378 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস ৷
12344 হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল ৷
13150 আলিপুরদুয়ার-শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ৷
12988 আজমির-শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস ৷
12358 অমৃতসর-কলকাতা দুর্গিয়ানা এক্সপ্রেস ৷
12320 গোয়ালিয়র-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস ৷
12495 বিকানের-কলকাতা প্রতাপ এক্সপ্রেস ৷
২৫ জানুয়ার (শনিবার)
12314 নতুন দিল্লি-শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ৷
12260 বিকানের-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস ৷ট
13152 জম্মু তাওয়াই-কলকাতা এক্সপ্রেস ৷
13176 শিলচর-কলকাতা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷
12378 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস ৷
12344 হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল ৷
13150 আলিপুরদুয়ার-শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ৷
12988 আজমির-শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস ৷
22324 গাজীপুর শহর-কলকাতা শব্দভেদী সুপারফাস্ট এক্সপ্রেস ৷
12318 অমৃতসর-কলকাতা অকালতাখ্ত এক্সপ্রেস ৷
২৬ জানুয়ারি (রবিবার)
12314 নতুন দিল্লি-শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ৷
13168 আগ্রা ক্যান্ট.-কলকাতা এক্সপ্রেস ৷
13174 আগরতলা-শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷
12378 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস ৷
12344 হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল ৷
13150 আলিপুরদুয়ার-শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ৷
12988 আজমির-শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস ৷
12326 নাঙ্গল ড্যাম-কলকাতা গুরুমুখী সুপারফাস্ট এক্সপ্রেস ৷
13152: জম্মু তাওয়াই-কলকাতা এক্সপ্রেস ৷
২৭ জানুয়ারি (সোমবার)
15234 দারভাঙ্গা-কলকাতা মৈথিলি এক্সপ্রেস ৷
শিয়ালদার পরিবর্তে হাওড়া থেকে যে সমস্ত ট্রেন ছাড়বে বা হাওড়ায় যাত্রা শেষ করবে -
২৩ জানুয়ারি (বৃহস্পতিবার)
13148 বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে হাওড়ায় যাত্রা শেষ করবে ।
13147 শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদা পরিবর্তে হাওড়া থেকে যাত্রা শুরু করবে ।
২৪ জানুয়ারি (শুক্রবার)
22201 শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস এবং 13147 শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে ।
22202 পুরী- শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস এবং 13148 বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে হাওড়ায় যাত্রা শেষ করবে ।
২৫ জানুয়ারি (শনিবার)
13147 শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে ৷
13148 বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে হাওড়ায় যাত্রা শেষ করবে ।
২৬ জানুয়ারি (রবিবার)
13147 শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে ৷
13148 বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং 22202 পুরী- শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে হাওড়ায় যাত্রা শেষ করবে ।
27 জানুয়ারি (সোমবার)
22201 শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে ।
যে যে মেল ও এক্সপ্রেস ট্রেন দক্ষিণেশ্বর স্টেশনের পরিবর্তে বেলঘরিয়া স্টেশনে থামবে আপ ট্রেন: 13175, 13173, 13151 এবং 13149। ডাউন ট্রেন: 15234, 13150, 13150, 131317 এবং 13137 (2) কামারকুন্ডু স্টেশনের পরিবর্তে শিয়ালদহ বিভাগের নৈহাটিতে যে সমস্ত ট্রেন স্টেশনে থামবে আপ ট্রেন: 13149 এবং 13151। ডাউন ট্রেন: 13150 এবং 13152৷
যে সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেন হাওড়া ডিভিশনের কামারকুণ্ডু স্টেশনের পরিবর্তে শিয়ালদা ডিভিশনের নৈহাটি স্টেশনে থামবে-
আপ ট্রেন: 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস ।
ডাউন ট্রেন: 13150 কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং 13152 জম্মু তাওয়াই এক্সপ্রেস ।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)