Dog Bites Tiger: বাঘের কান কামড়ে দিচ্ছে কুকুর! দেখুন ভয়াবহ লড়াইয়ের ভিডিয়ো

খাঁচার মধ্যে একটি গোল্ডেন রিট্রিভারের (golden retriever) কাছ থেকে খাবার কেড়ে নেওয়ার চেষ্টা করছিল বাঘটি (Tiger)। আচমকা এই বিষয়টি দেখে মাথা গরম হয়ে যায় কুকুরটির। তারপর প্রচণ্ড রেগে গিয়ে বাঘটির কান ধরে টেনে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে সে।

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ার সৌজন্যে আজকাল আমরা এমন সব ঘটনার ছবি ও ভিডিও দেখতে পাই যা আগে হয়তো কল্পনাই করা যেতে না। ইন্টারনেটের এই যুগে আমরা বাড়িতে বসেই মুহূর্তের মধ্যে আমাদের মুঠোফোনের সাহায্য দেখেনি পৃথিবীর অন্যপ্রান্তে ঘটে যাওয়া ঘটনার ছবি বা ভিডিও। যার মধ্যে কিছু জিনিস আমাদের আনন্দ দেয় আবার কিছু জিনিস করে দেয় হতবাক। সম্প্রতি এমনই একটি ভিডিয়োর দেখা মিলল ইনস্ট্রাগ্রামে। যেখানে বাঘের কান (ears) কামড়ে (Bites) টেনে ধরতে দেখা গেল একটি কুকুরকে (Dog)। যা দেখে হতবাক হয়ে গেছেন নেটিজেনরা।

ভাইরাল হওয়া ওই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে,  খাঁচার মধ্যে একটি গোল্ডেন রিট্রিভারের (golden retriever) কাছ থেকে খাবার কেড়ে নেওয়ার চেষ্টা করছিল বাঘটি (Tiger)। আচমকা এই বিষয়টি দেখে মাথা গরম হয়ে যায় কুকুরটির। তারপর প্রচণ্ড রেগে গিয়ে বাঘটির কান ধরে টেনে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে সে। বাঘটি অনেক চেষ্টা করে নিজের কান কুকুরের মুখ থেকে ছাড়াতে পারছিল না। প্রথমে তাদের সঙ্গে থাকা একটি সিংহ (Lion) দুজনের লড়াই থামানোর চেষ্টা করলেও পরে সরে যায়।

 

View this post on Instagram

 

A post shared by Animal Power



@endif