Dog Attack in Kerala: ফের পথকুকুরের আতঙ্ক, ক্ষতবিক্ষত বিশেষভাবে সক্ষম বালক

চিকিৎসা চলাকালীন হাসপাতালেই মৃত্যু হয় প্রতিবন্ধী শিশুর।

Stray Dog Attack (Photo Credits: Wikimedia Commons)

কন্নুর, ১২ জুনঃ ফের পথকুকুরের হিংসাত্মক আক্রমণ। শিকার বিশেষভাবে সক্ষম এক নাবালক (Dog Attack in Kerala)। রবিবার সন্ধেবেলা একদল পথকুকুর আক্রমণ করে ১১ বছরের ওই কিশোরকে। শরীরে একাধিক ক্ষত নিয়ে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু লাভ হল না। চিকিৎসা চলাকালীন হাসপাতালেই মৃত্যু হয় প্রতিবন্ধী শিশুর। মর্মান্তিক মৃত্যু, মাদকাসক্ত বাবার মার থেকে বাঁচতে পথকুকুরের কবলে কিশোর

ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, মৃত বালকের নাম নিহাল। কেট্টিনাকমের বাসিন্দা। রবিবার বিকেল ৫টা থেকে নিখোঁজ ছিল সে। সন্ধে গড়াতে ছেলে বাড়ি না ফেরায় চিন্তা শুরু হয় পরিবারের। ছেলে বিশেষভাবে সক্ষম হওয়ায় পরিবারের চিন্তা আরও বেড়ে যায়। পরিবার খবর দেয় পুলিশকে। আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী এবং পুলিশ সকলে মিলে খোঁজ চালায় নিহালের। তিন মাসের শিশুকে ছিঁড়ে খেল পথকুকুরে, দেখুন নৃশংস ভিডিয়ো

এরপর রাত সাড়ে ৮টা নাগাদ বাড়ি থেকে ৩০০ মিটার দূরে রক্তাক্ত অবস্থায় তাঁকে খুঁজে পায় তাঁর পরিবার। নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় ১১ বছরের নিহালের।