Dog Attack in Karnataka: নমাজ পড়তে যাওয়ার পথে দুর্ঘটনা, পথকুকুরের আক্রমণে ক্ষতবিক্ষত বালক

এক ৯ বছরের বালকের উপর সাতটি পথকুকুর মিলে আক্রমণ করে। কিশোরের চিৎকার শুনে ছুটে আসেন এক পুলিশ কনস্টেবল।

Dog Attack in Karnataka (Photo Credits: Twitter)

Dog Attack in Karnataka: পথকুকুরদের আক্রমণাত্মক আচরণের নিদর্শন দিনে দিনে যেন বেড়েই চলেছে। পথচারী কুকুরদের আক্রমণে জখম ৯ বছরের এক কিশোর। শুক্রবার কর্ণাটকের কোলার জেলায় এক ৯ বছরের বালকের উপর সাতটি পথকুকুর মিলে আক্রমণ করে। কিশোরের চিৎকার শুনে ছুটে আসেন এক পুলিশ কনস্টেবল।

শুক্রবার ঈদের আগের দিন সকালে মসজিতে নমাজ পড়তে যাওয়ার পথে ঘটে দুর্ঘটনাটি। রাস্তায় হঠাৎই বালককে দেখে তেড়ে আসে কয়েকটি পথকুকুর। ভয়ে পেয়ে পালানোর চেষ্টা  সে। কিন্তু তাঁর পিছনে ছুটতে থাকে কুকুরগুলো। হাত, মুখ, পেটে কামড় বসায় তাঁর।

দেখুন ভিডিয়ো... 

হাত, মুখ, পেতে গভীর ভাবে আহত অবস্থায় বালককে নিয়ে নিকটবর্তী হাসপাতালে যান ওই পুলিশ কনস্টেবল। সেখানেই চিকিৎসা চলছে বালকের।