DGCA: নিরাপত্তা বাড়াতে হ্যাং-গ্লাইডার ওড়ানোর নতুন নিয়ম ডিজিসিএ'র
গত ৭ অক্টোবর মোটর চালিত হ্যাং-গ্লাইডারের মাধ্যমেই ইজরায়েলে প্রবেশ করে হামাস।
মুম্বই: ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA ) চালিত হ্যাং গ্লাইডারগুলির নিরাপত্তা সংক্রান্ত নতুন নিয়ম প্রয়োগ করেছে। (হ্যাং-গ্লাইডার অনেকটা প্যারাসুটের মতো দেখতে)। সংশোধিত নিয়মে বলা হয়েছে, ডিজিসিএ অনুমোদিত পরীক্ষক বা প্রশিক্ষক দ্বারা অনুমোদিত না হলে কোনও ব্যক্তি হ্যাং গ্লাইডার (Hang Glider) ওড়ানোর অনুমতি পাবেন না। অনুমোদিত পরীক্ষক বা প্রশিক্ষক পরীক্ষা করে দেখবেন, তারপরই ওড়ানোর অনুমতি মিলবে। গত ৭ অক্টোবর হামাস গোষ্ঠী মোটর চালিত হ্যাং-গ্লাইডার ব্যবহার করে ইজরায়েলে প্রবেশ করে।
দেখুন