Karnataka Hijab Row: সরকারি নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার, হিজাব ও গেরুয়া উত্তরীয় নিয়েই কলেজে ভিড় পড়ুয়াদের

কর্ণাটকজুড়ে মহা শোরগোল ফেলে দিয়েছে হিজাব বিতর্ক (Karnataka Hijab Row)। মুসলিম ছাত্রীরা কলেজে হিজাব পরে আসতেই হিন্দু পড়ুয়ারা গলায় গেরুয়া উত্তরীয় পরে চলে এল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বিজয়াপুরা জেলার ইন্দি শহরে।

Students wearing Hijabs and Saffron Shawals in College Campus (Photo Credits: IANS)

বেঙ্গালুরু ৭ ফেব্রুয়ারি: কর্ণাটকজুড়ে মহা শোরগোল ফেলে দিয়েছে হিজাব বিতর্ক (Karnataka Hijab Row)। মুসলিম ছাত্রীরা কলেজে হিজাব পরে আসতেই হিন্দু পড়ুয়ারা গলায় গেরুয়া উত্তরীয় পরে চলে এল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বিজয়াপুরা জেলার ইন্দি শহরে।  মুসলিম  ছাত্রীদের হিজাব পরিধানে প্রতিবাদ সেখানকার সন্তেশ্বরা পিইউসি কলেজ ও  জিআরবি কলেজের হিন্দু পড়ুয়ারা গলায় গেরুয়া উত্তরীয় জড়িয়ে চলে আসে। এমন স্পর্শকাতর বিষয়ের কথা মাথায় রেখে দুটি কলেজেই এদিন ছুটি ঘোষণা করা হয়েছে। আরও পড়ুন- ICSE, ISC Semester 1 Results 2022 Declared: প্রকাশিত ICSE, ISC-র ফলাফল জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে

উল্লেখ্য, বিজয়াপুরা এলাকাটি বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত। সেই সঙ্গে সাম্প্রদায়িক বাতাবরণও রয়েছে। সেকারণে লাগোয়া উদুপি জেলার কুন্দাপুরের ভেঙ্কটরামনা কলেজের খেলার মাঠে পড়ুয়াদের ঢুকতে দেওয়া হল না, কারণ তাদের গলায় ছিল গেরুয়া উত্তরীয়। কলেজ কর্তৃপক্ষ হিজাব ও গেরুয়া উত্তরীয় পরিধানের উপরে নিষেধাজ্ঞা জারি করলেও কে শোনে কার কথা।