Delhi: রাজধানীতে নিষ্ঠুরতা, সিগারেট দিতে অস্বীকার করায় যুবককে খুনের চেষ্টা
৫ মাস আগে ওই দুই ব্যক্তির সঙ্গে ফাহিমের হাতাহাতি হয়েছিল। সেই রাগেই কি ফাহিমকে খুনের চেষ্টা করেছেন তাঁরা!
নয়া দিল্লি, ৩০ এপ্রিলঃ সিগারেট দিতে অস্বীকার করায় যুবকের পেটে ছুরি ঢোকাল দুই ব্যক্তি। রাজধানীর ঘটনায় চাঞ্চল্য। উত্তর পূর্ব দিল্লির (Delhi) নন্দ নগরী এলাকায় ঘটেছে এমন ঘটনা। গত ২৮ এপ্রিল দিল্লির নন্দ নগরী পার্কে এক ২২ বছরের যুবকের পেটে ছুটি ঢুকিয়ে দেওয়া হয়।
ঘটনা প্রসঙ্গে দিল্লি পুলিশ জানায়, ঘটনার দিন নন্দ নগরী পার্কে ঘুরছিলেন ফাহিম নামে ২২ বছরের ওই যুবক। এমন সময়ে দুই ব্যক্তি এসে ফাহিমের কাছে সিগারেট চান। কিন্তু ফাহিম তাঁদের সিগারেট দিতে অস্বীকার করায় তাঁদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয় এরপরেই পকেট থেকে ছুরি বের করে ফাহিমকে আঘাত করেন দুই অভিযুক্ত।
আরও পড়ুনঃ দিল্লিতে আত্মহত্যার চেষ্টা তরুণীর, সহপাঠীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ
অভিযুক্ত দুই ব্যক্তির নাম রবীন্দ্র এবং চেতন ওরফে লাকি। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এও জানিয়েছে, ৫ মাস আগে ওই দুই ব্যক্তির সঙ্গে ফাহিমের হাতাহাতি হয়েছিল। সেই রাগেই কি ফাহিমকে খুনের চেষ্টা করেছেন তাঁরা! নাকি অন্য কোন কারণ রয়েছে এই ঘটনার পিছনে! তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।