Delhi: দিল্লিতে বিশ্ববিদ্যালয়ের শৌচালয়ে বন্দুকের নলের মুখে দাঁড় করিয়ে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ

সাউথ দিল্লি ইউনিভার্সিটির মহিলা শৌচালয়ের ঢুকে পড়েন দুই ব্যক্তি। সেখানেই এক ছাত্রীকে বন্দুকের ভয় দেখিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। নির্যাতিতা তরুণী থানায় সেই অভিযোগ দায়ের করেছেন।

প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়া দিল্লি, ৬ নভেম্বরঃ বিশ্ববিদ্যালয়ের শৌচালয়ে বন্দুকের নলের মুখে দাঁড় করিয়ে তরুণীর শ্লীলতাহানি। শুক্রবার, ৪ নভেম্বর সাউথ দিল্লি ইউনিভার্সিটির মহিলা শৌচালয়ের ঢুকে পড়েন দুই ব্যক্তি। সেখানেই এক ছাত্রীকে বন্দুকের ভয় দেখিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। নির্যাতিতা তরুণী থানায় সেই অভিযোগ দায়ের করেছেন।

এক জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় তলায় মহিলা শৌচালয়ের মধ্যে কিছু খুটখাট আওয়াজ শুনতে পান ওই তরুণী। শৌচালয়ের দরজা খুলে দেখেন ভিতরটা পুরো অন্ধকার। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিতরে ঢুকতেই দুজন ব্যক্তিকে দেখতে পান। মহিলা শৌচালয়ে দুই পুরুষকে দেখে কার্যত অবাক হন তরুণী। এরপরেই বন্দুক বের করে খুনের হুমকি দিতেই জ্ঞান হারিয়ে শৌচালয়ের মধ্যে পড়ে যান তিনি। বেশ অনেকক্ষন পর জ্ঞান ফিরতে নিজেকে হাত পা বাধা অবস্থায় পান তরুণী। চিৎকার করে বিশ্ববিদ্যালয় কর্মীদের জড়ো করেন।

পুলিশের কাছে ওই তরুণী শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন। তবে দুজনের মধ্যে কে তাঁকে নির্যাতন করেছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। এদিকে ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, তরুণীর শরীরে নির্যাতনের কোন চিহ্ন মেলেনি। যদিও ঘটনার বিশদ তদন্ত করতে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।