Delhi Shocker: ক্লাসে ঠিক করে বসতে বলায় অপরাধ, শিক্ষককে রডপেটা পড়ুয়ার
করোনা সতর্কতা মেনে স্কুল খুলতে না খুলতেই বিপত্তি৷ ঠিক করে বসতে বলায় শিক্ষকের উপরে চড়াও একাদশ শ্রেণির ছাত্র৷ টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে ক্লাসে পড়ানোকালীন সময় শিক্ষক ওই ছাত্রকে ঠিক হয়ে বসার নির্দেশ দেন৷
নতুন দিল্লি, ২০ সেপ্টেম্বর: করোনা সতর্কতা মেনে স্কুল খুলতে না খুলতেই বিপত্তি৷ ঠিক করে বসতে বলায় শিক্ষকের উপরে চড়াও একাদশ শ্রেণির ছাত্র৷ টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে ক্লাসে পড়ানোকালীন সময় শিক্ষক ওই ছাত্রকে ঠিক হয়ে বসার নির্দেশ দেন৷ ক্রুদ্ধ ছাত্রটি তখনকার মতো নির্দেশ মেনে নিলেও সুযোগ পেয়ে শিক্ষকের (Teacher) মাথায় রড দিয়ে মারে ওই ছাত্র৷ শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) অদূরে রানহোলা এলাকায়৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই তৎপরতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে পুলিশ৷ শুরু হয়েছে তদন্ত৷ জানা গেছে, অভিযুক্ত ছাত্র দু’বার অকৃতকার্য হওয়ার পর ফের একাদশ শ্রেণিতেই পড়ছে৷ আরও পড়ুন-Waterlogged In Kolkata: টানা বর্ষণে জলমগ্ন লেক গার্ডেন্স, দেখুন জলযন্ত্রণার ছবি
ঘটনটি ঘটেছে সরকারি বয়েজ হাইস্কুলে৷ পুলিশ জানিয়েছে, ক্লাস চলাকালীন অভিযুক্তের হাতে আক্রান্ত হন ওই শিক্ষক৷ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ৷ ভারতীয় দণ্ডবিধির ৩০৮ ধারা মামলা রুজু হয়েছে৷ ধৃতের নাম ললিত (২১)