Delhi Shocker: ৫ হাজার টাকা নিয়ে বচসা, প্রেমিকার গলা টিপে হত্যা করল প্রেমিক
নয়া দিল্লি, ১৭ নভেম্বরঃ যুবক-যুবতীর প্রেমের সম্পর্কের পরিণতি বিয়ে বলেই এতদিন জানত সাধারণ মানুষ। কিন্তু যত দিন এগোচ্ছে নতুন প্রজন্মের তরুণ-তরুনীদের সম্পর্কের পরিণতি একেবারে নৃশংস রূপ পাচ্ছে। ধর্ষণ-খুন। আবারও এক প্রেমিকা হত্যার ঘটনা সামনে এল দিল্লিতে (Delhi Shocker)। প্রেমিকার সঙ্গে বচসার জেরে তার গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করল প্রেমিক।
দিল্লির মদনপুর খাদার এলাকার বাসিন্দা রাহুলকে গ্রেফাতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিবাহিত ছিল রাহুল। তা সত্ত্বেও গুলশনা নামে এক ২২ বছরের তরুণীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ায় সে। ১১ নভেম্বর দুপুর নাগাত পুলিশের কাছে গুলশনার মৃত্যুর খবর আসে। ঘরের গেট ভেঙে ঢুকে দেখে বিছানায় শুয়ে রয়েছে গুলশনা। যার গায়ে ক্ষতের দাগ রয়েছে বেশ কিছু।
আরও পড়ুনঃ শ্রদ্ধার মৃতদেহ টুকরো করতে গিয়ে ক্লান্তি, বিয়ারে চুমুক, নেটফ্লিক্সে চোখ রেখে খেতে বসে আফতাব
ঘটনার তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। জিজ্ঞাসা বাদ চলাকালীন ডাক পরে রাহুলের দাদার। সে জানায়, তার ভাইয়ের সঙ্গে গুলশনার সম্পর্ক ছিল। গুলশনাও বিবাহিত ছিল। কিন্তু স্বামীর থেকে আলাদা থাকত সে। একটি কন্যা সন্তানও রয়েছে তার।
পুলিশ সূত্রে খবর, ১০ নভেম্বর রাহুল এবং গুলশনার মধ্যে ৫ হাজার টাকা নিয়ে বচসা বাঁধে। কথা কাটাকাটি এমনই জায়গায় পৌঁছে যায় সে রাহুল দিগ্বিদিক শূন্য হয়ে গুলশনার গলার ওড়না টেনে ধরে শ্বাস রোধ করে হত্যা করে তাকে। প্রেমিকাকে খুন করে তার মেয়েকে নিয়ে চম্পট দেয় রাহুল। ১৬ নভেম্বর আলি জঙ্গল এলাকা থেকে রাহুলকে গ্রেফতার করেছে পুলিশ। খোঁজ চলছে মৃতার মেয়ের।