Delhi pollution: দূষণে জেরবার দিল্লিতে এক সপ্তাহ স্কুল বন্ধ, বাড়ি থেকেই কাজ করবেন সরকারি কর্মচারীরা

শনিবার সুপ্রিম কোর্ট (Supreme Court) দিল্লিতে মারাত্মক বায়ু দূষণের (Delhi pollution) বিষয়ে দিল্লি ও কেন্দ্রীয় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিল। তারা পরামর্শ দিয়েছে যে প্রয়োজন হলে ২ দিনের লকডাউন (Lockdown) ঘোষণা করতে পারা যাবে। আর তারপরই কয়েকটি পদক্ষেপ নিল দিল্লি সরকার। লকডাউন ঘোষণা করা হলেও দিল্লি সরকার এক সপ্তাহের জন্য স্কুল (Schools) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সোমবার ১৫ নভেম্বর থেকে এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ রাখা হবে। এছাড়াও কোনও নির্মাণকাজ করা যাবে না ১৪-১৫ নভেম্বর পর্যন্ত। সরকারি অফিসের কর্মচারীদের বাড়ি থেকে কাজ করতে বলেছে। বেসরকারি অফিসগুলিকেও একই কাজ করার পরামর্শ দিয়েছে।

দিল্লি (Photo Credit: File Photo)

নতুন দিল্লি, ১৩ নভেম্বর: শনিবার সুপ্রিম কোর্ট (Supreme Court) দিল্লিতে মারাত্মক বায়ু দূষণের (Delhi pollution) বিষয়ে দিল্লি ও কেন্দ্রীয় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিল। তারা পরামর্শ দিয়েছে যে প্রয়োজন হলে ২ দিনের লকডাউন (Lockdown) ঘোষণা করতে পারা যাবে। আর তারপরই কয়েকটি পদক্ষেপ নিল দিল্লি সরকার। লকডাউন ঘোষণা করা হলেও দিল্লি সরকার এক সপ্তাহের জন্য স্কুল (Schools) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সোমবার ১৫ নভেম্বর থেকে এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ রাখা হবে। এছাড়াও কোনও নির্মাণকাজ করা যাবে না ১৪-১৫ নভেম্বর পর্যন্ত। সরকারি অফিসের কর্মচারীদের বাড়ি থেকে কাজ করতে বলেছে। বেসরকারি অফিসগুলিকেও একই কাজ করার পরামর্শ দিয়েছে।

আজ একটি জরুরি বৈঠকের পরে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিকদের বলেন যে পড়ুয়াদের যাতে দূষিত বায়ুতে শ্বাস-প্রশ্বাস না নিতে হয়, তাই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার লকডাউন জারির বিষয়টিও খতিয়ে দেখছে। পরিস্থিতি সেই রকম হলে সুপ্রিম কোর্টের সামনে লকডাউনের প্রস্তাব পেশ করা হবে। আরও পড়ুন: World's Top 10 Polluted Cities: বিশ্বের শীর্ষ ১০ দূষিত শহরের তালিকায় দিল্লি, কলকাতা, মুম্বই

দিল্লি-এনসিআর-এ বায়ু দূষণের বৃদ্ধিকে একটি জরুরি পরিস্থিতি বলে অভিহিত করে সুপ্রিম কোর্ট শনিবার কেন্দ্র এবং দিল্লি সরকারকে বায়ুর গুণমান উন্নত করার জন্য অবিলম্বে ব্যবস্থা নিতে বলে। যানবাহন বন্ধ করা এবং লকডাউন জারি করার মতো পদক্ষেপেরও পরামর্শ দেয় তারা। দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে কী কী পদক্ষেপ ও পরিকল্পনা করা হয়েছে, তাও জানতে চাওয়া হয় আদালতের তরফে।