Delhi: মাদক মাফিয়া গ্যাংয়ের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু কনস্টেবলের, তদন্তে নেমে গ্রেফতার দুই

মাদক মাফিয়াদের খোঁজে দীর্ঘদিন ধরেই দিল্লি পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল। গত ২৯ সেপ্টেম্বর নাংলোই এলাকায় গোপনসূত্রে খবর পেয়ে একদল পুলিশ তল্লাশি চালাতে যায়।

মাদক মাফিয়াদের খোঁজে দীর্ঘদিন ধরেই দিল্লি পুলিশ (Delhi Police) বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল। গত ২৯ সেপ্টেম্বর নাংলোই এলাকায় গোপনসূত্রে খবর পেয়ে একদল পুলিশ তল্লাশি চালাতে যায়। আর তখনই দুষ্কৃতিরা পালানোর চেষ্টায় করছিলেন। আর সেই সময়ই তাঁদের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক পুলিশ কনস্টেবলের। এই ঘটনার তদন্তে নেমে গতকালই রজনীশ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তবে ধর্মেন্দ্র গুলিয়া নামে আরেকজনের হদিশ পাওয়া যাচ্ছিল না। যার ফলে দিল্লি জুড়ে শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে সোমবার বিকেলে কর্নাল বাইপাস থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ওই ঘটনা ঘটার পর কোনওভাবে হিমাচল প্রদেশে পালাতে চাইছিল ধর্মেন্দ্র। কিন্তু পুলিশ তৎপরতায় অবশেষে গ্রেফতার করা হয় তাঁকে। এই দুই অভিযুক্তকে ইতিমধ্যেই পুলিশি হেফাজতে নিয়েছে পুলিশ। এছাড়া উদ্ধার করা হয়েছে ঘাতক গাড়িটিও। যদিও অভিযুক্তদের থেকে কোনও মাদক উদ্ধার হয়নি বলেই জানা গিয়েছে। গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।