Delhi: রাজধানীর পানশালায় এলোপাথাড়ি চলল গুলি, মৃত্যু ১৭ বছরের নাবালকের

গোলাগুলিতেই গুলিবিদ্ধ হয়েছেন কুনাল এবং রাহুল নামের দুই তরুণ। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত যুবকদের উদ্ধার করে এইমসের ট্রমা কেয়ার বিভাগে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকরা কুনালকে মৃত বলে ঘোষণা করেন। পায়ে গুলিবিদ্ধ রাহুল চিকিৎসাধীন রয়েছেন।

Gun-Shot Representative Photo (Pixabay)

নয়া দিল্লি, ৮ মেঃ ফের প্রকাশ্যে বন্দুকবাজের হামলা। এবার রাজধানীর পালশালার মধ্যে চলল গোলাগুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১৭ বছরের এক যুবক। গুলি লেগে আহত হয়েছেন আরও এক। রবিবার রাজধানীর (Delhi) ঘটনায় শোরগোল।

পুলিশ সূত্রে খবর, রবিবার দক্ষিণ পূর্ব দিল্লির গোবিন্দপুরা এলাকার ওই পানশালায় গুলিবিদ্ধ হয়ে মৃত যুবকের নাম কুনাল। বয়স ১৭। আহত তরুনের নাম রাহুল। পায়ে গুলি লেগে আহত হয়েছে সে। এই মুহূর্তে দিল্লির এইমস হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পানশালার গোলাগুলির (Delhi Gun shot) ঘটনার পিছনে কয়েকজন নাবালক রয়েছে বলেই অনুমান দিল্লি পুলিশের (Delhi Police)।

এক পুলিশ আধিকারিক সূত্রে খবর, গত ১ এপ্রিল দিল্লির ওই পানশালা সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও গোপনে চলত সেই পানশালা। রবিবার দুপুর ৩টে নাগাদ তাঁদের কাছে ফোন আসে ওই পানশালায় ৭-৮ জন তরুণ মিলে বন্দুক চালিয়েছে। গোলাগুলিতেই গুলিবিদ্ধ হয়েছেন কুনাল এবং রাহুল নামের দুই তরুণ। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত যুবকদের উদ্ধার করে এইমসের ট্রমা কেয়ার বিভাগে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকরা কুনালকে মৃত বলে ঘোষণা করেন। পায়ে গুলিবিদ্ধ রাহুল চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের অনুমান, এদিনের পানশালায় গোলাগুলি কাণ্ডে জড়িত অভিযুক্তরা সকলেই নাবালক। ঘটনার সঙ্গে মোট ৮ জন যুক্ত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। যদিও এখনও অবধি ধরা পড়েনি কোন অভিযুক্তই। তবে শনাক্ত করা গিয়েছে তাঁদের। শীঘ্রই ধরাও পড়বে বলে আশা করছে পুলিশ কর্মকর্তারা।