Delhi: আতিশির হাতে অর্থ, শিক্ষা, শক্তি দফতর, সৌরভের দায়িত্বে স্বাস্থ্য, শিল্প, দেখুন পূর্ণাঙ্গ তালিকা

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথবাক্য পাঠ করলেন আতিশি মারলেনা। এখনও পর্যন্ত সর্বকনিষ্ঠা মুখ্যমন্ত্রী হিসেবে দিল্লির দায়িত্ব নিলেন ৪৩ বছর বয়সী এই আপ নেত্রী।

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথবাক্য পাঠ করলেন আতিশি মারলেনা। এখনও পর্যন্ত সর্বকনিষ্ঠা মুখ্যমন্ত্রী হিসেবে দিল্লির দায়িত্ব নিলেন ৪৩ বছর বয়সী এই আপ নেত্রী। তাঁর সঙ্গে এদিন আরও ৫ আপ বিধায়ক শপথ পাঠ করেন। সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই, কৈলাশ গেহলট, ইমরান হুসেন এবং মুকেশ আহলাওতের শপথবাক্য পাঠের পরেই তাঁদের মধ্যে ভাগ করে দেওয়া হয় মন্ত্রীত্ব। মুখ্যমন্ত্রী আতিশির দায়িত্বে রইল গণপূর্ত, শক্তি, শিক্ষা, উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তি শিক্ষা, জনসংযোগ, রাজস্ব, অর্থ, পরিকল্পনা, সেবা, ভিজিল্যান্স, জল, আইন এবং ন্যায়বিচার ও আইন প্রণয়ন বিভাগ। মোট ১৩টি বিভাগ নিজের কাছে রাখলেন আতিশি।

অন্যদিকে সৌরভ ভরদ্বাজের দায়িত্বে রইল নগর উন্নয়ন, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ, স্বাস্থ্য, শিল্প, শিল্প-সংস্কৃতি এবং ভাষা, পর্যটন, সমাজ কল্যাণ ও সমবায় বিভাগ। মন্ত্রী গোপাল রাইকে দায়িত্ব দেওয়া হল উন্নয়ন, সাধারণ প্রশাসন, পরিবেশ বন ও বন্যপ্রাণ বিভাগ। কৈলাস গেহলটকে দেওয়া হল পরিবহণ, প্রশাসনিক সংস্কার, তথ্য ও প্রযুক্তি, স্বরাষ্ট্র, নারী ও শিশু কল্যান বিভাগ। ইমরান হুসেনকে খাদ্য-সরবরাহ ও নির্বাচন বিভাগ। এবং মুকেশ আহলাওতের দায়িত্বে রইল গুরুদ্বার নির্বাচন, তফশিলী জাতি ও তফশিলী উপজাতি, ভূমি এবং ভবন, শ্রমিক ও নিয়োগ বিভাগ।