Delhi Factory Collapse: আচমকাই ভেঙে পড়ল কারখানার ছাদ, ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত ১

কারখানার ছাদ ভেগে পড়ার দুর্ঘটনাকে কেন্দ্র করে কারখানার মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দিল্লি পুলিশ।

Delhi Factory Collapse (Photo Credits: Twitter)

নয়া দিল্লি, ৩০ জুনঃ কারখানার ছাদ ভেঙে পড়ে দিল্লিতে মৃত্যু হল এক ব্যক্তির (Delhi Factory Collapse)। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা সেন্ট্রাল দিল্লির আনন্দ পর্বত এলাকায় ঘটে গেল সেই দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম শুত্রুঘ্ন চন্দ। বয়স ৫৫। কারখানার ছাদ ভেঙে পড়ায় ধ্বংসাবশেষে চাপা পড়ে দিল্লির উত্তম নগর নিবাসী শত্রুঘ্নের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আনন্দ পর্বত নিবাসী নারায়ণ তিওয়ারির চিকিৎসা চলছে দিল্লির ইএসআইসি হাসপাতালে।

আরও পড়ুনঃ জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলছে যাত্রী বোঝাই বাস, দেখুন ভিডিয়ো

ঘটনা প্রসঙ্গে দিল্লি পুলিশ (Delhi Police) আরও জানায়, বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ তাঁদের কাছে ইএসআইসি হাসপাতাল থেকে ফোন আসে। বলা হয়, আনন্দ পর্বত এলাকায় কারখানার ছাদ ভেঙে পড়ে মৃত এবং আহত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশের টিম হাজির হন হাসপাতালে। হাসপাতাল তরফে পুলিশকে জানানো হয়, শুত্রুঘ্ন চন্দকে মৃত অবস্থায় আনা হয় সেখানে এবং অপর জন নারায়ণ তিওয়ারি গুরুতর আহত ছিলেন।

কারখানার ছাদ ভেগে পড়ার দুর্ঘটনাকে কেন্দ্র করে কারখানার মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দিল্লি পুলিশ। ভারতীয় দণ্ড বিধির অধীনে ৩০৪/৩৪ ধারায় দায়ের হয়েছে অভিযোগ। তিলক নগর নিবাসী অভিযুক্ত কারখানার মালিক সরবজিত সিংকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।



@endif