Delhi: ক্লিনিকে বসে ৪ বছরের শিশুর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার চিকিৎসক

নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না মা। তাঁর চার বছরের মেয়ের পোশাকের ভিতর হাত ঢুকিয়ে তাকে নোংরাভাবে স্পর্শ করছেন চিকিৎসক।

প্রতীকী ছবি (Photo Credits: File Image)

নয়া দিল্লি, ২৮ মার্চঃ ক্লিনিকে রোগী দেখতে বসে চার বছরের এক শিশুর শ্লীলতাহানি করলেন চিকিৎসক। দিল্লির আদর্শ নগরে গত রবিবার চার বছরের এক শিশুর শ্লীলতাহানি করেন চিকিৎসক। চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা। গ্রেফতার হয়েছেন অভিযুক্ত চিকিৎসক।

পুলিশের কাছে অভিযোগে শিশুটির মা জানান, রবিবার মেয়ের পেটে ব্যথা হওয়ায় তাকে এলাকার এক চিকিৎসকের ক্লিনিকে নিয়ে যান তিনি। ক্লিনিকে ঢুকতেই তাঁর মনে পড়ে টাকার ব্যাগটি তিনি বাড়িতেই ভুলে ফেলে এসেছেন।

আরও পড়ুনঃ  রাজধানীতে নারকীয় কাণ্ড, মহিলাকে খুন করে মৃতদেহের সঙ্গে বিকৃত যৌনতা

দিল্লি পুলিশ সূত্রে খবর, মেয়েকে চিকিৎসকের কাছে রেখে তিনি বাড়ি থেকে টাকার ব্যাগটি আনতে যান। ফিরে এসে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না ওই মহিলা। তাঁর চার বছরের মেয়ের পোশাকের ভিতর হাত ঢুকিয়ে তাকে নোংরাভাবে স্পর্শ করছেন চিকিৎসক।

সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে বেরিয়ে এসে থানায় চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন তিনি। দিল্লি আদর্শ নগর থানার ডেপুটি কমিশনার জানান, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে পকসো আইন (POCSo Act) এবং ভারতীয় দণ্ড বিধির অধীনে 354 (A) ধারায় মামলা দায়ের করা হয়েছে।