Delhi: বিমান সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণা, রাজধানী থেকে গ্রেফতার ৯
চাকরিপ্রার্থীদের ভুয়ো অফার লেটার, আইডি কার্ড পাঠিয়ে তাঁদের থেকে টাকা হাতানোই ছিল তাঁদের মূল ব্যবসা।
নয়া দিল্লি, ১৬ মার্চঃ চাকরি দেওয়ার নাম করে রাজধানীর বুকে দিনের পর দিন ধরে চলে আসছে প্রতারণা (Delhi Cyber Fraud)। দিল্লি সাইবার পুলিশের একটি দল খোঁজ চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে। চাকরি দেওয়ার নাম (Pretext of Job) করে সাধারণ মানুষের থেকে দিনের পর দিন ধরে টাকা হাতিয়ে গিয়েছে তাঁরা। সাইবার প্রতারণার অভিযোগে গ্রেফতার ৯ অভিযুক্ত।
আরও পড়ুনঃ বন্ধুর বাবার কাছে ধর্ষণ, লজ্জায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা ১৪ বছরের নাবালিকার
দিল্লি সাইবার পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমান সংস্থায় চাকরি দেওয়ার নাম করে বেকার ছেলে মেয়েদের ঠকিয়ে এসেছে ওই প্রতারকের দল (Delhi Cyber Fraud)। দেশের বিভিন্ন রাজ্য থেকে নিজেদের প্রতারণার কর্মকাণ্ড পরিচালনা করতেন তাঁরা। নয়ডা (Noida), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), দ্বারকা, দিল্লি (Delhi) প্রমুখ। বিগত আট মাস ধরে পুলিশ খোঁজ চালাছে তাঁদের। অবশেষে দিল্লি সাইবার পুলিশের নাগালে এসেছেন তাঁরা। ৯ দলের সদস্য গ্রেফতার হয়েছেন চাকটি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে।
আরও পড়ুনঃ মুখে প্লাস্টিক বেধে স্ত্রী-ছেলেকে খুন করে নিজে আত্মহত্যা, বাড়ি থেকে উদ্ধার ৩ সদস্যের মৃতদেহ
দিল্লি পুলিশ (Delhi Police) সূত্রে আরও জানা গিয়েছে, অনলাইনে চাকরি খোঁজার ওয়েবসাইট থেকে নিজেদের প্রতারণার ফাঁদ বিস্তার করেছিলেন তাঁরা। চাকরিপ্রার্থীদের ভুয়ো অফার লেটার, আইডি কার্ড পাঠিয়ে তাঁদের থেকে টাকা হাতানোই ছিল তাঁদের মূল ব্যবসা। এভাবেই দিনের পর দিন প্রতারণা করেই খাচ্ছিলেন তাঁরা। তবে এবার দিল্লি পুলিশের লাঠির ডান্ডা খেয়ে জেলের ভাত খাবে ৯ সাইবার প্রতারক।