Delhi Cold Wave : দিল্লিতে কনকনে শীত, তাপাত্রা নামল ৪ ডিগ্রি সেলসিয়াস
আরো বেশ কিছুদিন এই তীব্র শীত চলবে বলে জানিয়েছে আবহওয়া দফতর
ঠান্ডার প্রকোপ বাড়ছে দিল্লিতে। বুধবার দিল্লিতে ঠান্ডার পরিমান দাড়িয়েছে ৪ ডিগ্রি সেলসিয়াস। অত্যাধিক ঠান্ডা এবং কুয়াশার জেরে ব্যহত হয়েছে বিমান পরিষেবা। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশন্যাল এয়ারপোর্টে (IGI)বিমানের উড়ানে দেরী হওয়ায় সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের।
বিমানের পাশাপাশি বেশ কিছু ট্রেন কুয়াশার কারণে দেরীতে ছাড়ে। যে কারণে যাত্রীদের কিছুটা সময় অপেক্ষা করতে হয় ।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী কুয়াশার দৃশ্যমানতা ৫০০ মিটারের কাছাকাছি রয়েছে। তবে শীতের তীব্রতার কারণে এবং কুয়াশা বেশি পরিমানে থাকার ফলে দৃশ্যমানতা শূন্যে পৌছে যায় রাজস্থান, পাটিয়ালা, আম্বালা, চণ্ডীগড়, বেরেলি, লক্ষ্ণৌ. বারাণসী, পালাম, সফদরজং, প্রয়াগরাজ, তেজপুর সহ আরও বেশ কিছু এলাকায়।
অত্যাধিক ঠান্ডার কারণে রাস্তার ধারে আগুন পোহাতে দেখা যায় অনেক মানুষকে। কনকনে শীত থেকে বাঁচতে সরকারের তৈরী তাবুগুলিতেও স্থান দেওয়া হয়েছে রাস্তার মধ্যে থাকা মানুষদের। সেখানে সাধারণ মানুষদের জন্য কম্বল, গরম জল সহ নানান উপকরনও দেওয়া হয়েছে সরকারের তরফে।
তবে উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে এই ধরনের ঘন কুয়াশা সহ শীতের প্রকোপ আরও বেশ কয়েকদিন থাকবে বলে জানা গেছে।