Delhi: দিল্লিতে মুখোমুখি সুনিতা-কল্পনা, জেলবন্দি মুখ্যমন্ত্রী কেজরি পত্নীর সঙ্গে কোলাকুলি সোরেন স্ত্রীর
রবিবার, ৩১ মার্চ দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়া-র তরফে মহা জনসমাবেশের ডাক দেওয়া হয়েছে। জনসভায় সামিল হতেই ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী জেলবন্দি হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন শনিবার পৌঁছে গিয়েছেন দিল্লি।
নয়া দিল্লি, ৩০ মার্চঃ দিল্লিতে (Delhi) মুখোমুখি দেশের জেলবন্দি দুই মুখ্যমন্ত্রীর (তাঁদের একজন প্রাক্তন) স্ত্রী। সুনিতা কেজরিওয়াল (Sunita Kejriwal) এবং কল্পনা সোরেন (Kalpana Soren)। ৩১ জানুয়ারি জমি জালিয়াতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন সোরেন (Hemant Soren)। গ্রেফতারির কয়েক ঘণ্টা আগেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন হেমন্ত। অন্যদিকে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ ইডি গ্রেফতার করেছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)। গ্রেফতারির পরেও মুখ্যমন্ত্রীত্বে অনড় আপ সুপ্রিমো। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে থেকেই নিজের প্রশাসনিক কাজ চালাচ্ছেন। ইতিমধ্যেই জেলে বসে দুটি সরকারি নির্দেশও জারি করেছেন কেজরি।
রবিবার, ৩১ মার্চ দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়া-র (I.N.D.I.A) তরফে মহা জনসমাবেশের ডাক দেওয়া হয়েছে। রাজধানীর রামলীলা ময়দানে একজোট হবেন ইন্ডিয়া-র শরিক দলগুলো। জনসভায় সামিল হতেই ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) নেতা জেলবন্দি হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন (Kalpana Soren) শনিবার পৌঁছে গিয়েছেন দিল্লি (Delhi)। জেলবন্দি কেজরি পত্নী সুনিতার (Sunita Kejriwal) সঙ্গে সাক্ষাৎ করতে মুখ্যমন্ত্রীর দিল্লির আবাসনে যান কল্পনা। একে অপরকে জড়িয়ে ধরেন তাঁরা। তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
লোকসভার মুখে কেন্দ্রীয় সংস্থাগুলো কাজে লাগিয়ে বিরোধীদের কণ্ঠরোধে উঠে পড়ে লেগেছে মোদী সরকার, এই অভিযোগ বারে বারে তুলে আসছে ইন্ডিয়া জোট (INDIA Alliance)। কখনও মুখ্যমন্ত্রী গ্রেফতার, কখনও রাজনৈতিক দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা, কখনও বা নেতা মন্ত্রীদের হেনস্তার করতে সমন জারি করা, বাড়িতে তদন্তকারী আধিকারিকদের পৌঁছে যাওয়া। বিজেপি সরকারের বিরুদ্ধে ‘রাজনৈতিক ষড়ন্ত্রের’ অভিযোগ তুলেছে এবার মহা জনসভার ডাক দিয়েছে ইন্ডিয়া (I.N.D.I.A)।