Delhi: পড়াশোনায় মন নেই, সুইসাইড নোটে জানিয়ে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রী

নবম শ্রেণীর ওই পড়ুয়ার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। যেখানে সে লিখে গিয়েছে, পড়াশুনা করতে ভাল লাগত না তাঁর। সারাক্ষণ মাথায় মধ্যে আত্মহত্যা করার ভাবনা ঘুরত।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নয়া দিল্লি, ৪ জুলাইঃ পড়াশোনা করতে চান না তাই বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে ঝাঁপ মেরে আত্মঘাতী হলেন তরুণী। দিল্লির (Delhi) দ্বারকায় অবস্থিত জিজিএস ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের এক বিল্ডিংয়ের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ১৪ বছরের পড়ুয়া। লিখে রেখে যায় সুইসাইড নোট।

আরও পড়ুনঃ যুবককে মারধরের অভিযোগে মাদুরাইয়ে গ্রেফতার ৪

ছাত্রীর আত্মহত্যা প্রসঙ্গে দ্বারকার ডেপুটি কমিশনার জানান, সোমবার সাড়ে ৫টা নাগাদ তাঁদের কাছে ফোন আসে জিজিএস বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে এক পড়ুয়া ঝাঁপ দিয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌছায় উত্তর দ্বারকা থানার পুলিশ। সেখানে গিয়ে দেখেন, বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংয়ের নীচে পরে রয়েছে ওই ছাত্রী। নবম শ্রেণীর ওই পড়ুয়ার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। যেখানে সে লিখে গিয়েছে, পড়াশোনা করতে ভাল লাগত না তাঁর। সারাক্ষণ মাথায় মধ্যে আত্মহত্যা করার ভাবনা ঘুরত।

আরও পড়ুনঃ ১৪ কোটি টাকার মাদক সহ হায়দরাবাদ বিমানবন্দরে গ্রেফতার আফ্রিকান যাত্রী

তরুণ ছাত্রীর মৃত্যু ঘিরে খটকা লাগছে পুলিশের মনে। তাই ঘটনার বিশদ তদন্ত করা হবে বলেই জানিয়েছেন ডেপুটি কমিশনার।



@endif