Delhi: ঘন কুয়াশার চাদরে মোড়া গোটা দিল্লি, ১১০টি বিমানের উড়ানে বিঘ্ন, ২৫ ট্রেনের গতিও শ্লথ
দিল্লিতে ঘন কুয়াশার জেরে বিমান পরিষেবা ব্যাহত হতে শুরু করেছে। বুধবার সকাল থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জেরে ১১০টি বিমান চলাচলে বিঘ্ন ঘটতে শুরু করেছে। যার মধ্যে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল, দুই-ই রয়েছে।
দিল্লি, ২৭ ডিসেম্বর: দিল্লি-এনসিআর (Delhi) এলাকায় দৃশ্যমানতা শূণ্যে নেমে এল। ঘন কুয়াশার চাদরে (Dense Fog) ঘেরা দিল্লি-সহ গোটা এনসিআর এলাকা। যার জেরে সেখানকার দৃশ্যমানতা কার্যত শূণ্যে নেমে আসে। বেশ কয়েকদিন ধরে দিল্লি যেভাবে ঘন কুয়াশার চাদরে মোড়া থাকছে, বুধবারও তার অন্যথা হয়নি। ফলে গোটা এলাকায় দৃশ্যমানতা শূণ্যে নেমে আসতে শুরু করে। দিল্লিতে ঘন কুয়াশার জেরে বিমান পরিষেবা ব্যাহত হতে শুরু করেছে। বুধবার সকাল থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জেরে ১১০টি বিমান চলাচলে বিঘ্ন ঘটতে শুরু করেছে। যার মধ্যে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল, দুই-ই রয়েছে। বিমানের পাশাপাশি ট্রেন চলাচলে বিঘ্ন হতে শুরু করেছে। ঘন কুয়াশার জেরে ইতিমধ্যেই দিল্লি থেকে ২৫টি ট্রেন দেরিতে চলছে বলে খবর।
আরও পড়ুন: Delhi: দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ, 'প্রতিশোধ' লেখা চিঠি উদ্ধার, আটক ২
ঘন কুয়াশার পাশাপাশি রাজধানী শহরে তাপমাত্রাও ক্রমশ নামতে শুরু করেছে। ইতিমধ্যেই দিল্লিতে কড়া শীতের প্রকোপে তাপমাত্রা ৭ ডিগ্রিতে নেমে গিয়েছে বলে খবর। দিল্লি-সহ গোটা এনসিআরের পাশাপাশি উত্তরপ্রদেশ (UP), বিহার (Bihar, রাজস্থান (Rajasthan), উত্তরাখণ্ডেও (Uttarakhand)তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করেছে।