IPL Auction 2025 Live

Dehradun: বাড়ছে না সাবস্ক্রাইবার, বাড়ি থেকে উদ্ধার তরুণ ইউটিউবারের ঝুলন্ত দেহ

গত বছর ফেব্রুয়ারিতে ‘ফোয়েনিক্স রেকর্ডস’ নামে ইউটিউবে চ্যানেল খোলেন লতা। ১২,০০০ সাবস্ক্রাইবারও রয়েছে তাঁর।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

দেরাদুন, ৩ এপ্রিলঃ ইউটিউবে বাড়ছে না সাবস্ক্রাইবার, ভিডিয়োতে হচ্ছে না মনের মত ভিউ। আত্মহত্যার পথ বেছে নিলেন তরুণ ইউটিউবার। শনিবার, ১ এপ্রিল, দেরাদুনের প্যাটেল নগরে বাড়ি থেকে উদ্ধার হল তরুণীর ঝুলন্ত দেহ (Dehradun YouTuber Suicide)।

মৃত তরুণীর একটি ইউটিউব একটি চ্যানেল ছিল। কিন্তু সেই চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ভিউ না হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ২২ বছরের লতা অধিকারী, পুলিশকে এমনটাই জানিয়েছে মৃতার বাবা-মা।

আরও পড়ুনঃ  বচসার জেরে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, সুইমিং পুলে রক্তাক্ত দেহ

পুলিশ সূত্রে খবর, গত বছর ফেব্রুয়ারিতে ‘ফোয়েনিক্স রেকর্ডস’ নামে ইউটিউবে চ্যানেল খোলেন লতা। ১২,০০০ সাবস্ক্রাইবারও রয়েছে তাঁর। এখনও অবধি মোট ১৫ টি ভিডিয়ো রয়েছে সেই চ্যানেলে। ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বৃদ্ধি না পাওয়ার জন্যেই কি এমন সিদ্ধান্ত নিয়েছেন তরুণী!

শনিবার মেয়ের ঘরে ঢুকে যখন বাবা-মা দেখেন সিলিং থেকে ঝুলছে মেয়ের দেহ সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেয় পুলিশে। পুলিশ এসে দেহ নামিয়ে ময়নাতদন্তের জন্যে পাঠায়। তরুণীর ঘর তদন্ত করে কোন সুইসাইড নোট মেলেনি, বলেই জানায় পুলিশ। তবে তরুণ ইউটিউবারের মৃত্যু রহস্য তদন্ত করছে দেরাদুন পুলিশ।