Madhya Pradesh Shocker: নিজের কোয়ার্টারেই নিদ্রাচ্ছন্ন 'মৃত ব্যক্তি', তাহলে রেললাইনে উদ্ধার হওয়া দেহটি কার?

পৃথিবীতে কত কীই না অদ্ভুত ঘটে থাকে। তেমনই এক আশ্চর্য ঘটনা ঘটল মধ্যপ্রদেশে (Madhya Pradesh) । বছর ৩৪ এর ব্যক্তি যাঁকে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল, তাঁকে ঘুমন্ত অবস্থায় পাওয়া গেল তাঁরই রেলওয়ে কোয়ার্টারের ঘরে।

Representational Image (Photo Credits: Pixabay)

ভোপাল, ২৫ অগাস্ট:  পৃথিবীতে কত কীই না অদ্ভুত ঘটে থাকে। তেমনই এক আশ্চর্য ঘটনা ঘটল মধ্যপ্রদেশে (Madhya Pradesh) । বছর ৩৪ এর ব্যক্তি যাঁকে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল, তাঁকে ঘুমন্ত অবস্থায় পাওয়া গেল তাঁরই রেলওয়ে কোয়ার্টারের ঘরে। ওই যুবকের নাম জ্ঞানেন্দ্র পাণ্ডে।

বেশ কিছুদিন আগে রেললাইনে একটি দেহ উদ্ধার হলে জ্ঞানেন্দ্রবাবুর পরিবারের লোকজন ধরে নেন যে, তাঁর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এদিন তাই তাঁর রেলওয়ে কোয়ার্টারে থাকা জিনিসপত্র নিয়ে যেতে সেছিলেন পরিবারের সদস্যরা। এসে দেখেন এই আশ্চর্য ঘটনা এবং তাঁরা ঘটনাটি জানান "টাইমস অফ ইন্ডিয়া "কে। তাহলে সেদিন রেলওয়ে ট্র্যাকে কার দেহ উদ্ধার হয়েছিল, ভাবছেন তাঁরা। আরও পড়ুন-Himachal Police: ২ মাস পর বেঙ্গালুরুর নিখোঁজ পর্বতারোহীর দেহ উদ্ধার হিমাচলে, দেখুন ছবি

সূত্রের খবর, কয়েকদিন আগে চৈতাহনি গ্রাম সংলগ্ন একটি রেল লাইনে দেহ উদ্ধার হয়েছিল। স্থানীয় বাসিন্দারা সেটি পুলিশে জানান। কিছু রেলের কর্মচারীরা সেই দেহটিকে তাঁদেরই সহকর্মী হিসেবে শনাক্ত করেন। এবং জ্ঞানেন্দ্র পাণ্ডের  বাড়িতেও খবর দেওয়া হয়। ওই ব্যাক্তির দাদা এসে দেহটি শনাক্তও করেন।

এদিকে আজ ভাইকে জীবিতাবস্থায় পেয়ে বাকরুদ্ধ দাদা বলেন,

"আমার ভাই অসুস্থ। আমরা খুবই ভাগ্যবান যে ভাই বেঁচে আছে। এই ব্যাপারে এখন কিছুই বলতে পারব না।" প্রসঙ্গত উল্লেখ্য, যে দেহটি উদ্ধার করা হয়েছিল সেটিকার না এখনও জানা যায়নি।



@endif